রাজ্যজুড়ে কুয়াশার দাপট, দৃশ্যমানতা কমায় ব্যাহত যান চলাচল 

হাওয়া অফিসের পূর্বাভাস ( Alipore Weather Department) অনুযায়ী সোমবারের পর মঙ্গলেও রাজ্য জুড়ে কুয়াশার দাপট। সকাল থেকেই হাওড়া -শিয়ালদহ-সহ বেশ কিছু শাখায় দৃশ্যমানতা কম থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরের দার্জিলিং-সহ চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে (South Bengal weather)আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন হচ্ছে না।

মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত শীত আটকে থাকায় পারদ পতনের সম্ভাবনা কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে।