Thursday, December 4, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেও হার, দলের খেলায় খুশি নন অস্কার

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে দুরন্ত লড়াই করে ইস্টবেঙ্গল এফসি । লড়াই করেও মুম্বই সিটি এফসির কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ । প্রথমার্ধে ইস্টবেঙ্গল নিজের খেলা খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দল । যার ফলে ২-০ গোলে পিছিয়ে থেকেও সমতা ফেরায় লাল-হলুদ । তবে ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে ৩-২ গোলে হারে ইস্টবেঙ্গল । শেষমেশ লড়াই করেও হারের মুখ দেখে কেল্টন সিলভারা । আর এতেই খুশি নন লাল-হলুদ কোচ পিএসকার ব্রুজো। দল দুর্দান্ত লড়ে ঘুরে দাঁড়ালেও এই দলের লড়াই খুশি করতে পারেনি ইস্টবেঙ্গল কোচকে ।

ম্যাচ শেষে অস্কার বলেন,” দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক উজ্জীবিত ফুটবল খেলেছে। মনের চেয়ে হৃদয় দিয়ে বেশি খেলেছে। ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছি আমরা। ক্লেটন, মহেশরা সহজ সুযোগ মিস করেছে। এটাই এখন আমাদের দলের বাস্তব অবস্থা। যথেষ্ট খেলোয়াড় নেই, চোট সমস্যা, এগারোজন বাছতে সমস্যা হচ্ছে, পরিবর্তন করতে সমস্যা হচ্ছে। দলের একাধিক খেলোয়াড়কে তাদের অনভ্যস্ত জায়গায় খেলাতে হচ্ছে।”

কেন বারবার দলের এই অবস্থা? অস্কারের কথায় দলের রোগ ধরে ফেলেছেন তিনি । সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ বলেন,” পিছিয়ে থাকলে আমরা বেশ ভাল খেলছি। ড্র হলেও পরের ম্যাচে ছেলেরা ভাল খেলছে। কিন্তু এগিয়ে থাকলে আমাদের খেলা ভাল হচ্ছে না। ম্যচের নিয়ন্ত্রণ রাখতে পারছি না আমরা। শুধু চাপের মুখে ভাল খেললে এরকম কঠিন লিগে এমন পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠা যায় না। আমাদের অনেক উন্নতি প্রয়োজন।“

একখানেই না থেমে অস্কার আরও বলেন,” মুম্বইয়ের বিরুদ্ধে সমতায় ফেরার পর আমাদের যা যা করা দরকার ছিল, আমরা সেগুলো করতে পারিনি। আত্মতুষ্টি হয়তো খানিকটা দায়ী। দু’গোলে পিছিয়ে থাকার পর সমতায় ফেরার পর কিছুটা গা-ছাড়া ভাব এসে গিয়েছিল। খেলার নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমরা। কিছু না ভেবে শুধু আক্রমণে উঠে গেলে এমন হবেই। ডিসেম্বরে কিছুটা ভাল জায়গায় ছিলাম আমরা। গত দু’সপ্তাহে আবার আগের জায়গায় ফিরে গিয়েছি। এটা আমি আশা করিনি।”

আরও পড়ুন- লড়াই করেও হার লাল-হলুদের, বছরের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল

 

 

 

 

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...