Sunday, May 4, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেও হার, দলের খেলায় খুশি নন অস্কার

Date:

গতকাল ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে দুরন্ত লড়াই করে ইস্টবেঙ্গল এফসি । লড়াই করেও মুম্বই সিটি এফসির কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ । প্রথমার্ধে ইস্টবেঙ্গল নিজের খেলা খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দল । যার ফলে ২-০ গোলে পিছিয়ে থেকেও সমতা ফেরায় লাল-হলুদ । তবে ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে ৩-২ গোলে হারে ইস্টবেঙ্গল । শেষমেশ লড়াই করেও হারের মুখ দেখে কেল্টন সিলভারা । আর এতেই খুশি নন লাল-হলুদ কোচ পিএসকার ব্রুজো। দল দুর্দান্ত লড়ে ঘুরে দাঁড়ালেও এই দলের লড়াই খুশি করতে পারেনি ইস্টবেঙ্গল কোচকে ।

ম্যাচ শেষে অস্কার বলেন,” দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক উজ্জীবিত ফুটবল খেলেছে। মনের চেয়ে হৃদয় দিয়ে বেশি খেলেছে। ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছি আমরা। ক্লেটন, মহেশরা সহজ সুযোগ মিস করেছে। এটাই এখন আমাদের দলের বাস্তব অবস্থা। যথেষ্ট খেলোয়াড় নেই, চোট সমস্যা, এগারোজন বাছতে সমস্যা হচ্ছে, পরিবর্তন করতে সমস্যা হচ্ছে। দলের একাধিক খেলোয়াড়কে তাদের অনভ্যস্ত জায়গায় খেলাতে হচ্ছে।”

কেন বারবার দলের এই অবস্থা? অস্কারের কথায় দলের রোগ ধরে ফেলেছেন তিনি । সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ বলেন,” পিছিয়ে থাকলে আমরা বেশ ভাল খেলছি। ড্র হলেও পরের ম্যাচে ছেলেরা ভাল খেলছে। কিন্তু এগিয়ে থাকলে আমাদের খেলা ভাল হচ্ছে না। ম্যচের নিয়ন্ত্রণ রাখতে পারছি না আমরা। শুধু চাপের মুখে ভাল খেললে এরকম কঠিন লিগে এমন পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠা যায় না। আমাদের অনেক উন্নতি প্রয়োজন।“

একখানেই না থেমে অস্কার আরও বলেন,” মুম্বইয়ের বিরুদ্ধে সমতায় ফেরার পর আমাদের যা যা করা দরকার ছিল, আমরা সেগুলো করতে পারিনি। আত্মতুষ্টি হয়তো খানিকটা দায়ী। দু’গোলে পিছিয়ে থাকার পর সমতায় ফেরার পর কিছুটা গা-ছাড়া ভাব এসে গিয়েছিল। খেলার নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমরা। কিছু না ভেবে শুধু আক্রমণে উঠে গেলে এমন হবেই। ডিসেম্বরে কিছুটা ভাল জায়গায় ছিলাম আমরা। গত দু’সপ্তাহে আবার আগের জায়গায় ফিরে গিয়েছি। এটা আমি আশা করিনি।”

আরও পড়ুন- লড়াই করেও হার লাল-হলুদের, বছরের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল

—

 

—

 

—

 

—

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version