আদালতে চার্জগঠন শিক্ষক নিয়োগ মামলার, ‘কাল্পনিক’ অভিযোগ দাবি পার্থর

বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির (Enforcement Directorate) আনা সব অভিযোগ পড়ে শোনান। একইভাবে মানিক, অয়ন, সুজয়কৃষ্ণর বিরুদ্ধে আনা অভিযোগও

শিক্ষক নিয়োগ মামলার চার্জগঠন ইডির বিশেষ আদালতের (Special ED Court)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্র, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) করা হয় সোমবার। ইডির মামলায় এর পরেই শুরু হবে বিচার পর্ব।

এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বলেন তিনি নির্দোষ। অভিযোগের সমস্তটাই কাল্পনিক। বিচারপর্বে প্রমাণ হয়ে যাবে সব কাল্পনিক। অন্যদিকে বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) দাবি করেন মামলা থেকে ডিসচার্জের যে আবেদন তাঁর তরফ করা হয়েছিল, তার অর্ডার এখনও পাননি। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চার্জগঠন কী করে হবে, প্রশ্ন মানিকের।

এদিন বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির (Enforcement Directorate) আনা সব অভিযোগ পড়ে শোনান। একইভাবে মানিক, অয়ন, সুজয়কৃষ্ণর বিরুদ্ধে আনা অভিযোগও পড়ে শোনানো হয় আদালতে।