বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তার পাশাপাশি আরও ৯৬ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল, সেই সময় হত্যা এবং মানুষজনকে গুম করার অভিযোগে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে ইউনুস সরকার। তাদের মধ্যে ২২ জনের বিরুদ্ধে মানুষকে গুম করার অভিযোগ রয়েছে। ৭৫ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা-সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, হাসিনা ছাড়াও তালিকায় নাম রয়েছে তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিকি, প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডিরেক্টর জেনারেল জিয়াউল আহসান।
গত বছর গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার গণ আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করছে। প্রথম ধাপে ৮২৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই খুনের ঘটনাগুলির বিচার চলছে। ওই মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মোট ৯৭জনের পাসপোর্ট এ দিন বাতিল বলে জানানো হয়। এঁদের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র, গুম খুন, অপহরণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে হাসিনার বিরুদ্ধে সোমবারই দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলেছেন ও হাসিনাকে আদালতে হাজিরার
নির্দেশ দিয়েছেন।

–


–

–

–

–

–
