Wednesday, November 12, 2025

কাজিরাঙায় জঙ্গল সাফারিতে গিয়ে জিপ থেকে গন্ডারের মুখে পড়ল মা-মেয়ে!

Date:

কখনও কল্পনাও করেননি যে এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। শীতের মরশুমে অনেকেই বেরিয়ে পড়েছেন পাহাড় অথবা জঙ্গলে ঘুরতে। আর সেই জঙ্গলে গিয়ে অনেকেই জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করেন।কিন্তু জঙ্গল সাফারিতে গিয়ে এবার জিপ থেকে পড়ে গেলেন মা ও একরত্তি মেয়ে।জানলে চমকে যাবেন যে তারা যেখানে পড়লেন সেখানে দাঁড়িয়ে ছিল একশৃঙ্গ গন্ডার। আর গন্ডারের মুখে পড়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান মহিলা। আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাদের। এই হাড়হিম করা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যদিও ওই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

এই শিহরণ তোলা ঘটনাটির ঘটনাস্থল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে এই একশৃঙ্গ গন্ডার বেশি দেখা যায়। আর এটা এখানে বিখ্যাতও। তাই পর্যটকরা এখানে তা দেখতে ভিড় করেন। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক জঙ্গল সাফারি করতে এই কাজিরাঙা জাতীয় উদ্যানে আসেন। সম্প্রতি এখানেই একটি পর্যটকদের দল এসেছিল। আর সেখানে জঙ্গল সাফারি করতে গিয়েই বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, এই কাজিরাঙা জাতীয় উদ্যানের জঙ্গলে তিনটি গাড়ি নিয়ে প্রবেশ করার সময় বিপত্তি ঘটে। রাস্তার বাঁকে ওই গাড়ি থেকে পড়ে যান এক মহিলা ও তার একরত্তি কন্যা। আর তারা পড়ে গিয়ে সামলে উঠে দেখেন তাদের সামনেই দাঁড়িয়ে আছে একটি একশৃঙ্গ গন্ডার। বিপদ বুঝতে পেরে এবং প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার জুড়ে দেন তারা। ওই শিশুকন্যা কান্না জুড়ে দেয়। তখন ওই চেঁচামেচি এবং কান্নার আওয়াজ শুনে গন্ডার রাস্তা বদলে অন্যদিকে চলে যায়। এই ভিডিয়োই এখন প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে চর্চা।

গন্ডারটি চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আবার গাড়িতে চড়েন ওই মহিলা। কাজিরাঙা প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাফারির সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।এই ঘটনার পর বাড়তি সতর্ক প্রশাসন।

 

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version