Tuesday, May 13, 2025

নতুন রেকর্ড গড়ল খাদি মেলা, পর্ষদের প্রাথমিক রিপোর্টে নজরকাড়া সাফল্য

Date:

Share post:

খাদি সামগ্রীর ব্যবসা এবার নতুন রেকর্ড গড়ল বাংলায়। এবার মেলায় ব্যবসা হল প্রায় সাড়ে সাত কোটি টাকার। যা গত পাঁচ বছরে রেকর্ড। এই বিপুল পরিমাণ ব্যবসায় রাজ্য খাদি বোর্ডের আধিকারিকরা উচ্ছ্বসিত।

এবার খাদি মেলায় যে পরিমাণ বিক্রিবাটা হয়েছে, তা দেখে আধিকারিকেরা মনে করছেন বাংলার আম জনতার মধ্যে খাদি সামগ্রীর চাহিদা বাড়ছে। আবার মানুষ খাদি পোশাকের দিকে ঝুঁকছেন।

দক্ষিণ কলকাতার তালতলা মাঠে গত ১৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কুড়ি দিনভর খাদি মেলা বসেছিল। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে এবারের মেলায় ছিল নজরকাড়া ভিড়। সেই ভিড় টাকি অনুমান করা হয়েছিল এবার ব্যবসার পরিমাণ অনেকটাই বেশি হবে। মেলা শেষে পর্যদের একটি রিপোর্ট তৈরি করে। প্রাথমিক সেই রিপোর্টেই দেখা যায়, এ বছর মেলায় খাদির বিভিন্ন সামগ্রী বিক্রি হয়েছে ৭ কোটি ২৮ লক্ষ টাকার। আধিকারিকদের অনুমান, পূর্ণাঙ্গ রিপোর্টে টাকার এই অঙ্ক আরও বাড়বে। রাজ্য খাদি মেলায় এবারের বিক্রি বাটা গত ৫ বছরের মধ্যে সর্বাধিক, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের কর্তারা।

পর্ষদ জানিয়েছে, গত পাঁচবছরে খাদি মেলায় বিক্রয়ের অঙ্ক ছিল ৬ কোটি টাকার আশেপাশে। এবার তা বেড়ে সোয়া সাত কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। নিঃসন্দেহে এটি একটি রেকর্ড! আধিকারিকরা আরো জানান,খাদির পোশাকের পাশাপাশি এবার মেলায় সিল্কের শাড়ির চাহিদা ছিল বেশি। তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল ও নলেন গুড়ের বিক্রিও হয়েছে অনেকটাই বেশি। এই মেলার মাধ্যমে রাজ্যের মানুষকে উন্নতমানের খাদি সামগ্রীর প্রতি আকৃষ্ট করতে পেরে খুশি রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ‌‌। তিনি বলেন, এবার রাজ্য খাদি মেলাতেও আমরা চেষ্টা করেছি সব বয়সিদের জন্য খাদির জামাকাপড় রাখতে। এবার আশাতীত বিক্রি হয়েছে। শুধু কলকাতা নয় জেলাগুলিতে খাদি মেলায় এবার দারুণ ব্যবসা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম জেলা।

আরও পড়ুন-  SSC চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, সিবিআই রিপোর্ট চাইল শীর্ষ আদালত

 

 

 

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...