আজব কাণ্ড! চুরি করতে এসে কিছু না পেয়ে গৃহকর্ত্রীকেই ‘চুমু’ দিয়ে পালাল চোর

আজব কাণ্ড ঘটালো চোর বাবাজি! চুরি করতে এসে কিছু না পেয়ে শেষমেশ গৃহকর্ত্রীকেই চুমু খেয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটে মুম্বইয়ের মালাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানি ও ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। গৃহকর্ত্রীর অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ওই চোর। সেইসময় তিনি বাড়িতে একা ছিলেন। এই সুযোগে চোর ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তাঁর গলা টিপে ধরে। ঘরে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র, নগদ, ফোন এমনকী এটিএম কার্ডও সেচ্ছায় চোরের হাতে তুলে দিতে বলে। কিন্তু তিনি জানান, যে বাড়িতে মূল্যবান জিনিস কিছুই নেই। চাইলে সে খুঁজে দেখতে পারে। আর তখনই রেগে যায় ওই চোর। অবশেষে তাঁকে চুম্বন করে পালিয়ে যায়।

আরও পড়ুন- ফের দুয়ারে বাঘ! নজরে মৈপীঠ থেকে বরাবাজার, সতর্ক বনদফতর

_

_

_

_

_

_

_

_

_