এক ‘সেবাশ্রয়’ বাঁচাতে পারে বহু মানুষের জীবন : অভিষেক

একটি পদক্ষেপ বাঁচাতে পারে বহু জীবন। ২০২০ সালে বিশ্বে করোনা মহামারীর প্রাদুর্ভাব আমাদের সেই গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে গিয়েছে। করোনা যে মৃত্যু ও ধ্বংসের পথ দেখিয়েছিল, তা থেকে শিক্ষা নিয়েই রূপায়িত হচ্ছে আজকের সেবাশয় স্বাস্থ্য শিবির। যেখানে সকলের সুস্বাস্থ্যই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার।

 

করোনা যে পথ দেখিয়েছিল, যেভাবে ‘ডক্টরস অন হুইলস’, ‘ভ্যাকসিনেশন অফ হুইলস’ এবং ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিং ড্রাইভ’-এর মতো উদ্যোগের মাধ্যমে ডায়মন্ড হারবার স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানে মডেল হয়ে উঠেছিল, তাঁর সঙ্গে সঙ্গতি রেখেই সেবাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবাকে তৃণমূল স্তরে পৌঁছানোর প্রয়াস নেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েই জানান, আমরা সফলভাবে সুস্বাস্থ্য শিবিরকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে পেরেছি। সেবাশ্রয় চালু হওয়ার পর প্রথমবারের মতো, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪১ স্বাস্থ্য শিবিরে উপস্থিতির সংখ্যা ২০০০০ ছাড়িয়ে গিয়েছে। একদিনে ২২, ৯০৭ জন পরিষেবা পেয়েছেন।

আরও পড়ুন- আজব কাণ্ড! চুরি করতে এসে কিছু না পেয়ে গৃহকর্ত্রীকেই ‘চুমু’ দিয়ে পালাল চোর

_

_

_

_

_

_

_

_

_