Sunday, May 4, 2025

আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শীঘ্রই, ক্ষুদ্রশিল্পে বিনিয়োগ টানতে নয়া উদ্যোগ রাজ্যের

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্যে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তর ২৪ পরগনা জেলার এমএসএমই সিনার্জিতে রাজ্যের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রীরা। এই মর্মে শিল্পদ্যোগীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। লক্ষ্য আরও বিনিয়োগ টানা। কর্মসংস্থান তৈরি করা। রাজ্য এ ব্যাপারে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছে। জেলায় পাঁচ একরের উপর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে অনেক শিল্পোদ্যোগীই ওই জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে আগ্রহী।

বাংলা ক্ষুদ্রশিল্পে দেশে এক নম্বর স্থানে রয়েছে। এই জায়গা ধরে রাখতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্র খড়দহে একটি শিল্পতালুক তৈরির উদ্যোগ নেবেন বলেও ঘোষণা করেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা আসার পরেই বদলে গিয়েছে বাংলা শিল্পের পরিবেশ। বিনিয়োগ আসছে, বাড়ছে কর্মসংস্থান। আসন্ন বাণিজ্য সম্মেলন নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন ৪২টি দেশের রাষ্ট্রদূত। ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, রাজ্যে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। রাজ্যে ক্ষুদ্রশিল্পের জন্য ৫৮টি পার্ক রয়েছে। গড়ে তোলা হচ্ছে আরও ১২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১০টি পার্ক গড়ে তোলার আবেদন করেছেন শিল্পদ্যোগীরা। এসএআইপি স্কিমের অধীন আরও ৪০টি পার্ক তৈরি হচ্ছে। খিলকাপুর এবং মহিষবাথানে গার্মেন্টস পার্ক গড়ে উঠছে। উত্তর ২৪ পরগনা জেলায় বস্ত্র এবং সেনা বাহিনীর ব্যবহারের জন্য সামগ্রী তৈরির উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। হলে রাজ্যে আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠবে শীঘ্রই। এই সিনার্জি থেকে ৪,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে জেলায় মোট বিনিয়োগ ৮,৫০০ কোটি টাকায় দাঁড়াবে। ১ লক্ষ ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ঘোলা ও গড় শ্যামনগরে ৫৭ একর জমিতে ১৫০ কোটি টাকা বিনিয়োগে ১৮০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। অশোকনগর ও বাণীপুরেও ৪৯ একর জমির উপর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে ২৫ জন শিল্পদ্যোগীকে জমি দেওয়া হয়েছে। এই পার্ক দুটিতে ২১০ কোটি টাকার বিনিয়োগে ১৫০০ জনের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন- ১৩০০ কোটিতে পৌঁছবে ভূমি রাজস্ব আদায় মুখ্যমন্ত্রীর প্রকল্প সৌজন্যে চাঙ্গা বাংলার অর্থনীতি

—

 

—

 

—

 

—

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version