রাজ‍্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, আজও স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা

পৌষ মাস শেষ হতে চলল অথচ জাঁকিয়ে শীতের দেখা নেই। মাঝে দু-এক দিন ঠান্ডার অনুভূতি জোরালো হলেও আবার সেই একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারদ পতন শুরু হবে। যদিও সংক্রান্তিতে কনকনে শীতের আমেজ থাকার সম্ভাবনা কম।

ফের আবহাওয়ার মুড সুইং । আগামী দু’দিনে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। পরের তিনদিনে প্রায় একই জায়গায় থাকবে পারদ। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। বুধবার রাতের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। শুক্র শনিবার নাগাদ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। রবি-সোমবার থেকে ফের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের দু চার জেলায় হালকা মাঝারি কুয়াশা থাকবে।