Monday, August 25, 2025

প্রথম সপ্তাহেই একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। সেবাশ্রয় বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নিয়ে এসেছে এক নবজোয়ার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে বিনামূল্যে আদর্শ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা দেশের স্বাস্থ্য পরিষেবায় এক মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। সেবাশ্রয় স্বাস্থ্যশিবির প্রথম সাত দিনেই এক লক্ষের মাইলস্টোন পেরিয়ে বিশ্বরেকর্ডের দিকে ছুটে চলেছে ক্রমশ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ সেবাশ্রয় এক লহময় বদলে দিয়েছে ডায়মন্ড হারবারের মানুষের জীবন। তাঁদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে চলেছে। সকলের চোখে স্বাস্থ্য পরিষেবায় এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়ে উঠছে সেবাশ্রয়। শিবিরের অষ্টম দিনে নারায়ণপুরের শ্যামলী মণ্ডল সেবাশ্রয়ে এসে অচেতন হয়ে পড়েছিলেন। উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় সুস্থ হয়ে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন। লক্ষ্মণপুরের তপনকুমার অধিকারী বাম পায়ে পক্ষাঘাত নিয়ে এসেছিলেন সেবাশ্রয়ে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়।

বুধবারই সেবাশ্রয়ের পরিষেবা একলক্ষ পার করেছিল। মানুষ কুর্নিশ জানিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার ‘সেবাশ্রয়’ শিবিরে ৩০,৮৮৩ জন পরিষেবা নিতে হাজির হন। স্বাস্থ্য পরীক্ষা করা হয় ১৬,৯৮০ জনের। ১০,১৮৩ জনকে ওষুধ বিতরণ করা হয়। ২৯৯ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে। সাকুল্যে সাতদিনে ১ লক্ষ ১২ হাজার ৩৭২ জনের কাছে পৌঁছে যায় পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা।

অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে সেবাশ্রয়। শুধু ডায়মন্ড হারবারবাসীর কাছে নয়, সেবাশ্রয় ভরসার স্থল হয়ে উঠছে দূর-দূরান্তের মানুষের কাছেও। সেবাশ্রয় শুধু উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনে রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা দিচ্ছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version