Thursday, August 28, 2025

গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক। তিন সপ্তাহের মধ্যেই ফের এক কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল। আজ, শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক। দ্রুত তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত কৃষক পাঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। আজ, বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত বাকি কৃষকদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ ৫৫ বছরের ওই প্রৌঢ় বিষ খেয়ে নেন। আন্দোলনকারী আরেকজন কৃষক তেজভীর সিংহ এই মর্মে অভিযোগ জানান কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নভেম্বরের শেষ থেকে দফায় দফায় শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে কৃষকেরা এগোনোর চেষ্টা করেছিলেন। এরপরেই বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এলাকায় জারি হয় ১৬৩ ধারা। কৃষকেরা ব্যারিকেড তোয়াক্কা না করে এগোতে গেলে তাঁদের সঙ্গে রীতিমত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের। কৃষকদের উদ্দেশ্যে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), পেনশনের ব্যবস্থা, কৃষিঋণ মকুব এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে অনেকদিন ধরে কৃষকদের এই আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে আছেন কৃষকেরা। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর তার শারীরিক অবস্থা এখন বেশ সঙ্কটজনক।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version