Tuesday, November 4, 2025

পাসপোর্ট-কাণ্ডের তদন্তে নয়া মোড়, গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড

Date:

পাসপোর্ট জালিয়াতির তদন্তে নয়া মোড়। এবার গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড।ওই ব্যক্তির নাম ইমরান। তাকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করত। এই তদন্তে বিভিন্ন থানার অস্থায়ী কর্মীদের কার্যকলাপ তদন্ত করে দেখছে পুলিশ।

দিন কয়েক আগেই বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার মোহন শাহ, বিশ্বজিৎ ঘোষ ও ইমরান নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল নথি বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করে দিত। একই আধার কার্ড ব্যবহার করে একাধিক নথি ভেরিফিকেশনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তদন্তকারীদের আরও দাবি, বহু থানাতেই পাসপোর্টের জন্য নথি পরীক্ষা করার কাজ SI বা ASI-রা করতেন না। তাদের কাজটি করতেন অস্থায়ী কর্মীরা। স্থায়ী পুলিশকর্মীরা সই করে দিতেন মাত্র। সেই সুযোগে ভুয়ো নথি দেখিয়ে বহু পাসপোর্ট তৈরি হয়ে যেত।ওয়াকিবহালমহলের মতে, বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট পেয়ে গেলে ভবিষ্যতে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা। কারণ, সেই পাসপোর্ট দেখিয়ে যখন খুশি বিশ্বের যে কোনও দেশে জঙ্গি প্রশিক্ষণ নিতে চলে যেতে পারবে তারা।শুধুমাত্র তাই নয়, ভারতীয় পাসপোর্টধারী হিসাবে অন্য দেশে গিয়ে কোনও নাশকতা করলে তার দায় এড়াতে পারবে না ভারত।

অবৈধভাবে যেসব বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীরা ভারতে আসত এবং পাসপোর্টের জন্য আবেদন করত তারা সহজেই এই চক্রকে টাকা দিয়ে পাসপোর্ট পেয়ে যেত। অর্থের প্রলোভনে পা দিয়ে এই জালিয়াতি করে চলেছিলেন তারা।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version