Friday, August 22, 2025

পাসপোর্ট-কাণ্ডের তদন্তে নয়া মোড়, গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড

Date:

পাসপোর্ট জালিয়াতির তদন্তে নয়া মোড়। এবার গ্রেফতার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড।ওই ব্যক্তির নাম ইমরান। তাকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ।জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করত। এই তদন্তে বিভিন্ন থানার অস্থায়ী কর্মীদের কার্যকলাপ তদন্ত করে দেখছে পুলিশ।

দিন কয়েক আগেই বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার মোহন শাহ, বিশ্বজিৎ ঘোষ ও ইমরান নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল নথি বলে ভেরিফাই করানোর ব্যবস্থা করে দিত। একই আধার কার্ড ব্যবহার করে একাধিক নথি ভেরিফিকেশনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তদন্তকারীদের আরও দাবি, বহু থানাতেই পাসপোর্টের জন্য নথি পরীক্ষা করার কাজ SI বা ASI-রা করতেন না। তাদের কাজটি করতেন অস্থায়ী কর্মীরা। স্থায়ী পুলিশকর্মীরা সই করে দিতেন মাত্র। সেই সুযোগে ভুয়ো নথি দেখিয়ে বহু পাসপোর্ট তৈরি হয়ে যেত।ওয়াকিবহালমহলের মতে, বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট পেয়ে গেলে ভবিষ্যতে তার পরিণতি ভয়ানক হওয়ার সম্ভাবনা। কারণ, সেই পাসপোর্ট দেখিয়ে যখন খুশি বিশ্বের যে কোনও দেশে জঙ্গি প্রশিক্ষণ নিতে চলে যেতে পারবে তারা।শুধুমাত্র তাই নয়, ভারতীয় পাসপোর্টধারী হিসাবে অন্য দেশে গিয়ে কোনও নাশকতা করলে তার দায় এড়াতে পারবে না ভারত।

অবৈধভাবে যেসব বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীরা ভারতে আসত এবং পাসপোর্টের জন্য আবেদন করত তারা সহজেই এই চক্রকে টাকা দিয়ে পাসপোর্ট পেয়ে যেত। অর্থের প্রলোভনে পা দিয়ে এই জালিয়াতি করে চলেছিলেন তারা।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version