Monday, August 25, 2025

গিল্ডের বিরুদ্ধে আবেদন খারিজ, APDR-কে বইমেলায় স্টলের অনুমতি দিল না হাই কোর্ট

Date:

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে করা আবেদন খারিজ। এবার কলকাতা বইমেলায় স্টল পাচ্ছে না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (APDR)। শুক্রবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha) জানান, ওই মামলা গ্রহণযোগ্য নয়।

এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair) শুরু হচ্ছে ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা বইমেলায় স্টল করতে দেওয়া হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে এই অভিযোগ তুলে হাই কোর্টের মামলা করে (APDR)। প্রতিবার স্টল দিতে পারলেও, এবছর কেন অনুমতি মিলছে না? প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠন। গিল্ডের বিরুদ্ধে স্টল বণ্টনে স্বচ্ছতা না রাখার অভিযোগ তোলা হয়। আদালতে মামলার শুনানিতে গিল্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ক্যাটালগ জমা দিতে পারেনি এপিডিআর। এই নথিগুলি না দিলে বইমেলায় স্টল বসানোর অনুমতি দেওয়া হয় না। গিল্ডের অভিযোগ কার্যত স্বীকার করে নেয় মানবাধিকার সংগঠন। আদালতে এপিডিআর জানায়, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। দুপক্ষের সওয়াল শোনার পরে, এপিডিআর-এর আবেদন খারিজ করে দেন বিচারপতি।

পর্যবেক্ষণে হাই কোর্ট জানায়, গিল্ড একটি বেসরকারি সংস্থা। ফলে তাদের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। তবে বইমেলায় স্টলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারে এপিডিআর।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version