Thursday, August 28, 2025

অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের।তারপর থেকে চর্চা শুরু হয়েছিল, এ বার হয়তো অধিনায়কত্ব খোয়াতে চলেছেন রোহিত শর্মা। অজিদের দেশে জয় দূরের কথা, রোহিত আর বিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা করতেই করতেই কেউ বুঝতেই পারলেন না যে কখন শেষ হয়ে গিয়েছে সফর! বিরাটের ঝুলিতে তাও একটা সেঞ্চুরি রয়েছে। কিন্তু রোহিতের ফর্ম খুব খারাপ। তিনটে ম্যাচ খেলে মাত্র ৩২ রান করেছেন ভারত অধিনায়ক। গত বছরের তুলনায় ব্যাটিং গড়ও কমেছে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে  প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি রোহিতকে অধিনায়ক হিসাবে দেখা যাবে?

যদিও বিশ্বস্ত সূত্রের খবর, আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড। যে হেতু ফর্ম্যাট আলাদা, তাই টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য এখনই ওয়ান ডে-তে বদলের রাস্তায় হাঁটছে না বিসিসিআই।অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে প্রস্তুতি সিরিজ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজে পুরো টিমকেই দেখা নেওয়া হবে। একই সঙ্গে এই সিরিজে পরীক্ষা রোহিতেরও। ওয়ান ডে ফর্ম্যাট বরাবরই তার কাছে ফেভারিট। কেরিয়ারের শেষ দিকে যতই দাঁড়িয়ে থাকুন, প্রিয় ফর্ম্যাটে নিজেকে ফিরে পেতে পারেন, এমনই মনে করছেন অনুগামীরা।

অবশ্য রোহিতের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত যদি ভালো পারফর্ম করতে না পারে, তা হলে শুধু অধিনায়কত্ব নয়, ক্রিকেটার হিসেবে ব্যাট বল তুলে রাখতে হবে রোহিতকে। আর যদি ভারত চ্যাম্পিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি বদলাতে পারে। ভারতের শেষ ওয়ান ডে টুর্নামেন্ট ছিল বিশ্বকাপ। ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাটরা। সেই আক্ষেপ আজও রোহিতকে তাড়া করে বেড়ায়। আজও আছে। আবার কারও কারও মতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাথা উঁচু করে অবসর নিতে চান রোহিত। এখন শুধুই অপেক্ষা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version