Sunday, November 2, 2025

কলকাতা-বিহার পুলিশের যৌথ তল্লাশিতে সাফল্য, মধুবনিতে গাড়ির যন্ত্রাংশ তৈরির আড়ালে অস্ত্র কারখানার হদিস

Date:

কলকাতা পুলিশের এসটিএফ (STF) ও বিহার (Bihar) পুলিশের যৌথ তল্লাশিতে মধুবনিতে মিলল অস্ত্র কারখানার হদিস। বিশেষ সূত্রে খবর পেয়ে মধুবনির খুটৌনায় একটি দোকানে তল্লাশি চালিয়ে ওই কারখানার হদিস পাওয়া যায়। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরি। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বহু অস্ত্র ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, আগে থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খুটৌনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানে যৌথ তল্লাশি চালায় কলকাতার (Kolkata) এসটিএফ ও বিহার পুলিশের একটি দল। হানা দিয়ে তাজ্জব পুলিশ (Police)। গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার আড়ালে চলছে অস্ত্র কারখানা। এই ঘটনায় ইশতেয়াক আলম, তাঁর ভাই ইফতেকার আলম ও তাঁদের সহযোগী রাজকুমার চৌধুরী ওরফে বিরজুকে গ্রেফতার করে পুলিশ। ইফতেকারই ওই দোকানের মালিক। অস্ত্র তৈরিতে পারদর্শী বিহারের মুঙ্গেরের বাসিন্দা বিরজুকে দলে নেন তাঁরা। তাঁর নির্দেশেই চলত অস্ত্রের কারখানা। ইফতেকার ও তাঁর ভাই মধুবনিরই বাসিন্দা। কারখানার থেকে ২৪টি ৭ এমএম পিস্তল, ২৪টি ৭ এমএম পিস্তল ব্যারেল, তিনটি ৭ এমএম পিস্তল স্লাইডার, একটি যন্ত্র, একটি মাইলিং যন্ত্র, ২টি ড্রিলিং যন্ত্র, একটি পেষাই করার যন্ত্র, একটি ঢালাইয়ের যন্ত্র এবং কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এলাকার আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক রাজুকুমার শাহকেও গ্রেফতার করেছে পুলিশ। খুটৌনা থানায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে।

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version