Sunday, December 14, 2025

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি-মৃত্যু: তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন, যাচ্ছে প্রতিনিধি দল

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন বিতর্ক। তদন্ত ৭ সদস্যের কমিটি গড়া হয়েছে। শনিবার, মেদিনীপুর যাচ্ছে প্রতিনিধি দল। জানালেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি। শুক্রবার সকালে মৃত্যু হয় এক প্রসূতির।  বাকি চারজনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical College) যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিম।

প্রসূতির পরিবারের অভিযোগ, প্রসবযন্ত্রণা নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হন ওই মহিলার। ৫ প্রসূতির বাড়িই পশ্চিম মেদিনীপুরে। বুধবার বিকেলে অস্ত্রোপচার হওয়ার কিছু ক্ষণ তাঁরা ভালো ছিলেন। হঠাৎই তাঁদের পরিস্থিতি খারাপ হন। অভিযোগ, ভুল স্যালাইন প্রয়োগের কারণেই তাঁরা অসুস্থ হন।

ঘটনার পরেই দ্রুত পদক্ষেপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচজনকেই ICU-তে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুক্রবার সকালে মামণি রুইদাস নামে একজনের মৃত্যু হয়। বাকি চারজনের শারীরিক পরিস্থিতিও উদ্বেগজনক।

এই ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি নন্দী জানান, “আমরা সব রকম দিক থেকে ব্যবস্থা করছি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।” তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, “এক জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে আইসিইউতে। জরুরি ভিত্তিতে বৈঠকে বসা হয়েছে। স্বাস্থ্য ভবনে রিপোর্ট পাঠানো হবে।”

ইতিমধ্যেই মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতরের গঠিত কমিটিতে রয়েছেন প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিক এবং অন্য বিশেষজ্ঞেরা। শনিবার সকালে এই কমিটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবে।

spot_img

Related articles

টলিপাড়ায় প্রথম সমকামী বিয়ে! দুই অভিনেত্রীর বিবাহবাসরে হাজির স্টুডিও পাড়ার কলাকুশলীরাও 

একে অন্যকে অনেকদিন ধরেই পছন্দ করতেন, কিন্তু টলিউডের (Tollywood) জনপ্রিয় দুই অভিনেত্রীর মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে সে...

১২২ বছর পর রহস্যের উন্মোচন! কোনারক সূর্যমন্দিরের গর্ভগৃহ থেকে সরছে বালি

ওড়িশার কোনারক সূর্যমন্দিরের (Konark Sun Temple) গর্ভগৃহ থেকে বালি সরানোর কাজ শুরু হল মঙ্গলবার থেকে। প্রায় ১২২ বছর...

মেসি কাণ্ডে শুভশ্রীর পাশে রাজ, সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন ট্রোলারদের 

হাজার হাজার দর্শক যখন টাকা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে (Lionel Messi)এক ঝলকও দেখতে পেলেন না, তখন অনায়াসে...

ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক অব্যাহত, কেমন খেললেন বৈভব?

ভারত পাকিস্তান(India vs Paksitan) ম্যাচে করমর্দন বিতর্ক পিছু ছাড়ছে না অপারেশন সিন্দুর অধ্যায় থেকেই শুরু হয়েছিল এই বিতর্ক।...