Monday, November 17, 2025

শহরের রাস্তায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। যার নিট ফল, ১১ দিনের ব্যবধানে কলকাতায় বেঘোরে প্রাণ গেল এক পথচারীর। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারীর। পাশাপাশি জখম হয়েছেন আরও তিনজন।

এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে দুটি বাসের রেষারেষিতে একজনের প্রাণ গিয়েছিল। সেই দুর্ঘটনার (Bus Accident in Kolkata) রেশ কাটতে না কাটতেই আবার ঘটল এমন এক মর্মান্তিক ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস(Bus Accident in Kolkata)। ঠিক সেই সময়, মহাত্মা গান্ধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থলে বাসটির ব্রেক ফেল করে। ব্রেক কাজ না করার কারণে বাসটি রাস্তায় বেঁকে গিয়ে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে এবং সেখানে হাঁটতে থাকা চার মহিলা পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোন কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।বাকিরা এখনও চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নতুন ছিল, তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।পুলিশের তৎপরতায় চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version