Friday, November 28, 2025

পুরুলিয়া, বাঁকুড়ার লালমাটিতে একাধিক শিল্পপার্ক: ঘোষণা সিনার্জিতে

Date:

Share post:

রুক্ষ পুরুলিয়া বাঁকুড়ার শিল্প বাংলার অন্যতম ঐতিহ্য। কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে কীভাবে সেই শিল্পের প্রচার প্রসার। সেই উত্তর খুঁজে দিল রাজ্য সরকার আয়োজিত সিনার্জি (synergy) অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ অফ বাঁকুড়া (Bankura) অ্যান্ড পুরুলিয়া (Purulia)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই (MSME) ও বস্ত্র দফতর রাজ্য জুড়ে সিনার্জি (synergy) এবং বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভের (conclave) আয়োজন করছে। শুক্রবারের এই সিনার্জি বাঁকুড়া ও পুরুলিয়া নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঁকুড়ার রবীন্দ্রভবনে। উদ্বোধন করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi)। এই অধিবেশনে এমএসএমই ও বস্ত্র বিভাগের প্রধান সচিব উদ্যোক্তাদের এমএসএমই প্রসারের জন্য দফতরের বিভিন্ন স্কিম এবং কার্যক্রম, বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলাশ্রী স্কিম, মডিফাইড টেক্সটাইল ইনসেনটিভ ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলা হয়। সেই সঙ্গে অনলাইন আবেদনপত্র জমা, বিভিন্ন সংস্থায় নাম নথিভুক্তকরণ, শিল্প স্থাপন ও সম্প্রসারণে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার নিশ্চয়তার উপর গুরুত্ব দেওয়া হয়।

বাঁকুড়া ও পুরুলিযা থেকে প্রায় ৬০০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কোন বছর কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে এবং কতজন উপকৃত হয়েছেন তার খতিয়ান পেশ করা হয়। পুরুলিয়ার (Purulia) জামকিরিতে ২১ একর জমিতে একটি শিল্প পার্ক এবং বাঁকুড়ার (Bankura) মুরাকাটায় ৫.২৫ একর জমিতে একটি পার্ককে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাঁকুড়ার দেউলিতে ৩৩ একর জমিতে ডব্লুবিএসআইডিসি শিল্পপার্ক স্থাপন করেছে। বাঁকুড়ার লালবাজারে ২.২৯ কোটি টাকায় কাঁসা-পিতলের ক্লাস্টারের সাধারণ পরিষেবা কেন্দ্র স্থাপিত হয়েছে। পুরুলিয়ার ঝালদায় লাক্ষা ক্লাস্টার, কাশীপুরে কাঁসা-পিতলের ক্লাস্টার, বাঁকুড়ার অযোধ্যায় কাঁসা-পিতলের ক্লাস্টার, কোতুলপুরে ৯৩ লক্ষ টাকায় ব্লক লেভেল হ্যান্ডলুম ক্লাস্টার (handloom cluster) তৈরি হচ্ছে। বালুচরী শাড়িকে আরও তুলে ধরতে বিষ্ণুপুরের কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ছয় মাসের পাঠ্যক্রম চালু করা হয়েছে। দুই জেলার অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে ২১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সব মিলিয়ে আগামী বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৭০০ কোটি টাকা। ৪৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।

শুক্রবার রবীন্দ্র ভবন থেকে পেশ করা হয় যাবতীয় তথ্য। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বাঁকুড়া জেলা সভাধিপতি অনসূয়া রায়, পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, সুশান্ত মুখোপাধ্যায়।

spot_img

Related articles

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...