Thursday, August 21, 2025

পিতৃত্বকালীন ছুটি বাতিল রাহুলের! বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই 

Date:

রোহিত পেয়েছিলেন, রাহুল পেলেন না। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের (KL Rahul) পিতৃত্বকালীন ছুটির আবেদন নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন কে এল। কিন্তু বোর্ড কর্তারা মনে করছেন, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ভরাডুবি হয়েছে ভারতের, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভরসা যুগিয়েছেন রাহুল। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলার পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারেন লোকেশ। তাই, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) কথা মাথায় রেখে এমন এক প্লেয়ারকে পুরো সাদা বলের সিরিজে আংশিক বিশ্রাম দিয়ে, এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে, যা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এর আগে টি-টোয়েন্টি দল থেকে অনেক দিনই বাদ পড়েছেন রাহুল। তবে এক দিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Risabh Panth) অবর্তমানে তিনিই উইকেটরক্ষক হিসাবে দলের প্রথম পছন্দ। প্রাথমিকভাবে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। দলের কঠিন সময়েও বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। কিন্তু রাহুলের বেলায় তা হল না। আরও একবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার হলেন কে এল রাহুল (KL Rahul), উঠছে প্রশ্ন।

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version