Sunday, May 4, 2025

পিতৃত্বকালীন ছুটি বাতিল রাহুলের! বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই 

Date:

রোহিত পেয়েছিলেন, রাহুল পেলেন না। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের (KL Rahul) পিতৃত্বকালীন ছুটির আবেদন নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন কে এল। কিন্তু বোর্ড কর্তারা মনে করছেন, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ভরাডুবি হয়েছে ভারতের, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভরসা যুগিয়েছেন রাহুল। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলার পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারেন লোকেশ। তাই, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) কথা মাথায় রেখে এমন এক প্লেয়ারকে পুরো সাদা বলের সিরিজে আংশিক বিশ্রাম দিয়ে, এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে, যা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এর আগে টি-টোয়েন্টি দল থেকে অনেক দিনই বাদ পড়েছেন রাহুল। তবে এক দিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Risabh Panth) অবর্তমানে তিনিই উইকেটরক্ষক হিসাবে দলের প্রথম পছন্দ। প্রাথমিকভাবে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। দলের কঠিন সময়েও বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। কিন্তু রাহুলের বেলায় তা হল না। আরও একবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার হলেন কে এল রাহুল (KL Rahul), উঠছে প্রশ্ন।

 

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version