Sunday, August 24, 2025

আজব প্রতারণা চক্র! বিহারে নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার নামে ফাঁদ, ধৃত ৩

Date:

‘All India Pregnant Job Service’- গাল ভরা নাম। আর তার আড়ালে আজব প্রতারণা চক্র। রীতিমতো ফর্ম ভরে কাজের অফার। আর তার জন্য মোটা টাকার হাতছানি। আর কাজ? সেটাও চমকপ্রদ। নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে। লম্বা লাইন, ঘন ঘন অনুসন্ধান, আর তার পরে ফাঁদে পড়ে টাকা খুইয়ে দিশাহারা যুবকরা। বিহারের (Bihar) নওয়াদা জেলার এই প্রতারণা চক্রের সন্ধান পেয়ে পুলিশ (Police)। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বিহারের (Bihar) নওয়াদা জেলায় রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। সোশ্যাল মিডিয়াতেও চলত প্রচার। নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করলেই মোটা টাকা রোজগার। ১০ লক্ষ টাকা মিলবে বলে বিজ্ঞাপন দেওয়া হত। এমনকী, সফলতা না এলেও ৫০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে আশ্বাস থাকত। আর এসবের আড়ালেই ছিল ফাঁদ।

ওই বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়ে যাঁরা যোগাযোগ করতেন, তাঁদের লুঠে নিত প্রতারকরা। কখনও হোটেল ভাড়ার নামে, কখনও আইনি প্রক্রিয়ার নামে, কখনও আবার অন্য কোনও অছিলায় কাজ প্রার্থীদের থেকে মোটা টাকা আদায় করা হত। ভুল বুঝে বেরিয়ে আসারও উপায় ছিল না। বেরিয়ে আসতে চাইলে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোহ।

পুলিশের ডেপুটি সুপার ইমরোজ পারভেজ জানিয়েছেন, এই চক্রে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। All India Pregnant Job Service-এর সঙ্গে, ‘প্লেবয় পরিষেবা’ও দেওয়া হত। ফোন করলে তাঁদের আধার কার্ড, প্যানকার্ডের তথ্য, সেলফি চাইত প্রতারকরা। ফাঁদে পা দিয়ে ফেঁসে যেতেন আগ্রহীরা। এর পরে তাঁদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হত বলে অভিযোগ। ঘটনায় তিনজনকে প্রিন্স রাজা, ভোলাকুমার এবং রাহুল কুমার নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট, গ্রাহকদের ছবি, অডিও রেকর্ডিং, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্যও পেয়েছে পুলিশ।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version