Sunday, August 24, 2025

পিতৃত্বকালীন ছুটি বাতিল রাহুলের! বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই 

Date:

রোহিত পেয়েছিলেন, রাহুল পেলেন না। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের (KL Rahul) পিতৃত্বকালীন ছুটির আবেদন নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন কে এল। কিন্তু বোর্ড কর্তারা মনে করছেন, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ভরাডুবি হয়েছে ভারতের, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভরসা যুগিয়েছেন রাহুল। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলার পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারেন লোকেশ। তাই, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) কথা মাথায় রেখে এমন এক প্লেয়ারকে পুরো সাদা বলের সিরিজে আংশিক বিশ্রাম দিয়ে, এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে, যা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এর আগে টি-টোয়েন্টি দল থেকে অনেক দিনই বাদ পড়েছেন রাহুল। তবে এক দিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Risabh Panth) অবর্তমানে তিনিই উইকেটরক্ষক হিসাবে দলের প্রথম পছন্দ। প্রাথমিকভাবে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। দলের কঠিন সময়েও বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। কিন্তু রাহুলের বেলায় তা হল না। আরও একবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার হলেন কে এল রাহুল (KL Rahul), উঠছে প্রশ্ন।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version