Friday, August 22, 2025

৬ মাস আগে বান্ধবীকে খুন করে ফ্রিজে! বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই পর্দাফাঁস

Date:

মিটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পরে প্রকাশ্যে এলো। নাহলে এক যুবতীর মৃতদেহ আরও কত মাস বা বছর ভাড়া বাড়ির ফ্রিজের ভিতর ভরা থাকত তা আন্দাজ করেই আঁৎকে উঠছেন মধ্যপ্রদেশের দেওয়াসের (Dewas) বাসিন্দারা। লিভ-ইন পার্টনারকে খুন করে ফ্রিজে ঢুকিয়ে এভাবেই জুন মাস থেকে জানুয়ারি পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন ইন্দোরের বাসিন্দা যুবক। ঘটনা প্রকাশ্যে আসতে পুলিশ গ্রেফতার করে যুবককে।

মধ্যপ্রদেশের (Madhyapradesh) দেওয়াসে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নেয় ইন্দোরের সঞ্জয় পতিদার নামে এক যুবক। সেই বাড়িতেই যুবকের সঙ্গে তার লিভ-ইন পার্টনারও (live-in partner) থাকত। ২০২৪-এর জুন মাসে বাড়ি খালি করে চলে যায় সঞ্জয়। শুধু তার জিনিস দুটি ঘরে রাখা ছিল। তাই সেই দুটি ঘর তালা দেওয়া থাকত। সম্প্রতি নতুন ভাড়াটিয়া আসায় ঘুর খুলে দেখান বাড়ির মালিক। সেই সময় তিনি লক্ষ্য করেন সঞ্জয় জিনিস রাখা দুটি ঘরের মিটার (meter) ডাউন করা নেই। তাই তিনি মিটার থেকে বন্ধ করে দেন।

এরপরই আসল ঘটনা প্রকাশ্যে আসে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে খবর দেন। তাঁরা এসে তালা খুলে ফ্রিজের (fridge) ভিতরে শাড়ি পরা মহিলার দেহ আবিষ্কার করেন। পুলিশে খবর দেওয়া হলে জানা যায়, জুন মাস থেকে ঘর ছেড়েছে ভাড়াটিয়া (tenant) সঞ্জয়। মাঝে দু একবার তালা খুলে জিনিস নিয়ে গিয়েছে। তবে তার সঙ্গিনীকে এতদিন কেউ দেখেনি। কিন্তু এই ছয়মাস মিটার চালু থাকায় ফ্রিজটি চলেছে। ফলে সেখানে পচন না ধরে লোক জানাজানি হয়নি।

দেহ উদ্ধারের পরে ব্যাঙ্ক নোট প্রেস থানার (Bank Press Note police station) পুলিশ জানায়, মৃতার বয়স আনুমানিক ৩০। তার গলায় বাঁধা ফাঁসের সঙ্গে বাঁধা ছিল হাত-পা। ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান লিভ-ইন পার্টনার বিয়ের জন্য চাপ দিতে খুনের পরিকল্পনা করে সঞ্জয়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version