যুবভারতীর সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

শনির সকালে মহানগরীতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবভারতী স্টেডিয়ামের (Saltlake Stadium) কাছে উল্টে গেল চারচাকা প্রাইভেট গাড়ি। হতাহাতের কোনও খবর নেই তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে চালক এবং আরোহীকে উদ্ধার করেছে বেলেঘাটা থানার পুলিশ (Beleghata Traffic Guard)।

স্থানীয় সূত্রে জানা যায় উল্টোডাঙার দিক থেকে অত্যন্ত গতিবেগে আসার সময় যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনের ল্যাম্পে ধাক্কা মারে চারচাকা। এরপর কিছুটা দূর এগিয়ে সেটি পাল্টি খেয়ে যায়। ধাক্কার জেরে লোহার পোস্ট দুমড়ে গেছে। গাড়ি চালক এবং পাশের যাত্রী দুজনেই মদ্যপ ছিলেন বলে পুলিশের অনুমান। প্রাইভেট কারকে বাজেয়াপ্ত করার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।