Sunday, May 4, 2025
উৎপল সিনহা

‘ এ পানপাত্র নিদারুণ বিষে ভরা
দূরে ফেলে দাও দূরে ফেলে দাও ত্বরা ‘

যে মারে , সে ভুলে যায় । যে মার খায় , সে ভোলে না । অবশ্য এর উল্টোটাও ঘটে । মহাজ্ঞানী সক্রেটিসের শেষ দিনগুলোয় এমন দেখা গিয়েছিল । তাঁর মৃত্যুদণ্ডের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও কারাগারে সক্রেটিসের নির্লিপ্তি দেখে হতবাক হয়ে গিয়েছিল সকলে । যিনি মাত্র কয়েকদিন পরেই মারা যাবেন , তিনি এত নির্বিকার , এমন শান্তচিত্ত থাকতে পারেন কীভাবে ? অথচ কারাগারের দায়িত্বে থাকা কর্মীরা , এমনকি যিনি বিষের পাত্র তুলে দেবেন সক্রেটিসের হাতে , তিনি পর্যন্ত কাঁদছেন , অথচ পরম নিশ্চিন্তে রয়েছেন সক্রেটিস স্বয়ং । তাঁর সারা মুখে একরাশ প্রশান্তি ।

সক্রেটিস বললেন , ‘ আজীবন আইন মেনেছি , মৃত্যুতে আইন ভাঙবো কেন ? ‘ তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায় । তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সকলে এবং একান্ত শিষ্যবৃন্দ তাঁকে ঘিরে আছেন অন্ধকার ঘরে । প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় জানালেন , তাঁর চোখেও জল ।‌ অথচ যিনি মারা যাবেন , তিনি ধীরস্থির , শান্ত । কী আশ্চর্য জীবন ! কারাগার প্রধান বললেন , এথেন্সের হে মহান সন্তান , দয়া করে আমাকে অভিশাপ দেবেন না , আমি তো দায়িত্ব পালন করছি মাত্র । এতো বছর কারাগারের দায়িত্বে আছি , কিন্তু আপনার মতো জ্ঞানী , সাহসী ও মহৎপ্রাণ মানুষ আমি দেখি নি । আমাকে ক্ষমা করুন ।

মৃত্যুর আগে নতুন পোশাক পরলেন সক্রেটিস । পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন ।‌ শান্ত , নিরুদ্বেগ তিনি । মৃত্যুতে কি কিছুই যায় আসে না তাঁর ? চাইলেই তো মৃত্যু এড়িয়ে যেতে পারতেন তিনি ।

কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ? কেন তাঁর মৃত্যুদণ্ড ? তিনি নাকি দেবতাদের প্রতি ভিন্নমত পোষণ করেছেন । তরুণ প্রজন্মকে বিপথগামী করেছেন । রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছেন । নিয়মানুযায়ী খোলা মাঠে তাঁর বিচারসভা বসেছিল । বিচারক ছিলেন তৎকালীন সমাজের ৫০০ জন জ্ঞানী মানুষ । এঁদের অনেকেই গ্রীসের রাজার একান্ত অনুগত ছিলেন । তাঁরা ঈর্ষা করতেন সক্রেটিসের মেধা ও জনপ্রিয়তাকে । বিশেষ করে তরুণ সমাজে তাঁর তুমুল জনপ্রিয়তায় তাঁরা শঙ্কিত ছিলেন । তবুও হয়তো প্রাণে বেঁচে যেতেন তিনি । কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও বিচারকদের উপহাস করতে ভুললেন না তিনি । ফলে চরম শাস্তি মৃত্যুদণ্ড ঘোষিত হলো । হেমলক বিষপ্রয়োগে তাঁর মৃত্যু ধার্য হলো ।

আত্মপক্ষ সমর্থনে সক্রেটিস বিচারকদের প্রশ্নবানে জর্জরিত করে তোলেন । তাঁর একটি প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারেন নি বিচারপতিরা । মৃত্যুর আগে একমাস কারাগারে বন্দী ছিলেন তিনি । সেই একমাস তাঁর প্রজ্ঞায় মুগ্ধ হয়ে যান কারাকর্মীরা । তাঁরা সক্রেটিসেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিতেন । কিন্তু সক্রেটিস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেন । তিনি সবিনয়ে জানাতেন যে , পালিয়ে গেলে ইতিহাস তাঁকে কাপুরুষ হিসেবে মনে রাখবে । অপমানের জীবনের চেয়ে বীরের মৃত্যু শ্রেয় , এই ছিল তাঁর দর্শন । শেষদিন নির্দিষ্ট সন্ধ্যায় জল্লাদ এলেন পেয়ালা হাতে ।

পেয়ালা ভর্তি হেমলকের বিষ। জল্লাদের নির্দেশ , পুরো বিষটা পান করতে হবে সক্রেটিসকে । একফোঁটা নষ্ট করা যাবে না । তিক্ত বিষের পুরোটা পান করলেন তিনি । তারপর নিয়মানুযায়ী কিছুক্ষণ পায়চারি করতে হলো তাঁকে , যাতে বিষের প্রভাব তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে । শিষ্যেরা হায় হায় করে কাঁদতে লাগলেন ।
সক্রেটিস ম্লান হেসে তাঁদের শান্ত থাকতে বললেন । তিনি বললেন , ‘ আমাকে শান্তিতে মরতে দাও ‘ । লজ্জিত জল্লাদ মাথা নামিয়ে নিলেন ।

চাদর দিয়ে নিজের মুখটা ঢাকতে ঢাকতে সক্রেটিস তাঁর এক ছাত্রকে বললেন , ‘ এক প্রতিবেশীর কাছে একটা মুরগি ধার করেছিলাম আমি , ওটা ফেরত দিয়ে দিও ‘ । প্রহসনের বিচারে তাঁর মৃত্যু হয়েছে ঠিকই , কিন্তু মৃত্যু তাঁকে শেষ করতে পারে নি । শিষ্যদের জ্ঞানের আলোয় আলোকিত করে তিনি বেঁচে রইলেন অনন্তকাল । শোনা যায় , তাঁর মৃত্যুর পর জল্লাদ সহ বেশ কয়েকজন বিচারক অনুশোচনায় আত্মহত্যা করেছিলেন । প্রায় আড়াই হাজার বছর পরে সক্রেটিসের গুণমুগ্ধ প্লেটো লিখলেন গুরু সক্রেটিসকে নিয়ে গ্রন্থ , রিপাবলিক । এরপর প্লেটোর শিষ্য এবং আলেকজান্ডারের শিক্ষক মহাজ্ঞানী এরিস্টটল লিখলেন অমর গ্রন্থ ‘ দ্য পলিটিক্স ‘ ।

আরও পড়ুন- প্রসার ঘটছে বাংলার কৃষ্টি-সংস্কৃতির! বিধাননগরের প্রকৃতি উৎসবে মুখ্যমন্ত্রীর প্রশংসায় সুজিত-দোলা-কৃষ্ণারা

_

_

Related articles

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...
Exit mobile version