Thursday, August 21, 2025

মেদিনীপুরে প্রসূতি মৃত্যু: স্বাস্থ্য সচিবের বৈঠক থেকে নতুন করে দুর্ঘটনা বন্ধের পদক্ষেপ

Date:

সরবরাহ করা ওষুধে বেনিয়ম। রাজ্যের তরফে তাই আগেই নিষিদ্ধ সরবরাহকারী সংস্থা। তারপরেও সরকারি হাসপাতালে সেই সংস্থার ওষুধের প্রয়োগ। কোন পথে এই বেনিয়ম। খুঁজতে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর (Department of Health)। নবান্নে রিপোর্ট জমা দেওয়ার আগে রবিবারই তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে খোদ স্বাস্থ্য সচিব (Health Secretary)। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে জানানো হয়, কোথাও কোনও ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে তেমনই নতুন করে কোনও ঘটনা যাতে না ঘটে, তাও লক্ষ্য রাখছে স্বাস্থ্য দফতর।

রবিবার এসএসকেএম-এ (SSKM Hospital) ১৩ সদস্যের তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য সচিব (Health Secretary) নারায়ণস্বরূপ নিগম। সেখানে আসেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) অধ্যক্ষ মৌসুমী নন্দী ও স্ত্রীরোগ বিভাগের প্রধান। ইতিমধ্যেই তদন্ত কমিটির সদস্যরা ইঙ্গিত দিয়েছেন স্যালাইনের (saline) কারণে মৃত্যু হয়ে থাকতে পারে প্রসূতির। স্যালাইনে অপরিশ্রুত পদার্থ থাকারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা। যেখানে এতদিন ধরে এই মেডিক্যাল কলেজে চিকিৎসা পেয়ে সুস্থভাবে ঘরে ফিরেছেন প্রসূতি ও তাঁদের সন্তানেরা, সেখানে হঠাৎ করেই কেন পাঁচ প্রসূতির ক্ষেত্রে ব্যতিক্রম। শুধুমাত্র প্রসূতি বিভাগে এমন কোন ওষুধ প্রয়োগ করা হয়েছিল, যা এভাবে দুর্ঘটনা বয়ে আনল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে কমিটির সদস্য থেকে স্বাস্থ্য দফতর।

তবে রাজ্যের প্রাধান্য একদিকে মেদিনীপুরের ঘটনার কারণ খুঁজে বের করা, সেই সঙ্গে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা দূর করা। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, একটা ঘটনা যখন ঘটেছে তার তদন্তের জন্য প্রতিনিধিদল সেখানে যায়, যাওয়াটা স্বাভাবিক। পাশাপাশি এই বিষয়টা থেকে সতর্ক থাকার জন্য যা যা বার্তা অন্য জায়গায় যাওয়া উচিত সরকারের সংশ্লিষ্ট দফতর সেই প্রক্রিয়াগুলি শুরু করে দিয়েছে। এমন কোনও ঘটনা ঘটবে না যাবে আচমকা কোনও ঘটনা ঘটে যায়। কোথাও আচমকা কোনও একটা সমস্যা হয়েছিল তার ব্যবস্থা প্রশাসন নিচ্ছেন। যাতে আর সমস্যা না তৈরি হয় তার ব্যবস্থাও প্রশাসন নিচ্ছেন।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version