Tuesday, November 4, 2025

কলকাতা কাউন্সিলর শুটআউটের মাস্টারমাইন্ড গ্রেফতার, জমি বিবাদই ইস্যু!

Date:

জমি বিবাদের জেরে পাঁচ মাসে তিনবার কলকাতা পুরসভার কাউন্সিলর (Kolkata municipal corporation councillor) সুশান্ত ঘোষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার চেষ্টা। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের জালে হামলার মূলচক্রী। বিদেশে পালিয়েও শেষ রক্ষা হল না। দেশে ফিরতেই অভিযুক্ত আদিল হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata police)। জমি সংক্রান্ত বিবাদ থেকেই সুশান্তকে খুনের চেষ্টা করেছিল আদিল, এমনটা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি এবার থেকে কলকাতার কাউন্সিলরদের যোগাযোগে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালাবে কলকাতা পুলিশ, নিরাপত্তা বিধানে এমন পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহার (Bihar) থেকে একাধিকবার চেষ্টার পরে কলকাতায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্র করে দুষ্কৃতীরা। বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য আদিল বিহারেই খুনের বরাত দেওয়া থেকে গোটা হামলার পরিকল্পনা করেছিল। বিহারের বাসিন্দা হলেও কলকাতায় জমির সন্ধানে দাদাগিরি করার পরিকল্পনা ছিল আদিলের। সেই পরিকল্পনা আটকে যায় কাউন্সিলরের কারণে। আক্রোশ মেটাতেই খুনে উদ্যত হয় আদিল, অনুমান পুলিশের।

খুনের চেষ্টার পরেই স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক শুটার (shooter)। সেখান থেকেই জট খুলতে থাকে কলকাতা পুলিশ (Kolkata Police)। এরপরই উঠে আসে আদিল হোসেনের নাম। কিন্তু পুলিশি তদন্ত উঠে আসে ঘটনার পরপরই আবু ধাবি পালিয়ে যায় সে। তবে কলকাতা পুলিশের তৎপরতায় বিদেশ থেকে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়।

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version