Sunday, November 9, 2025

প্রণয় ভার্মাকে সমনের পরে হুঁশ ফিরল! তলব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে

Date:

সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ। সাধারণ নাগরিক থেকে জঙ্গিরাও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে ঢুকে পড়েছে ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র পাঁচ মাসে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এরপর হঠাৎই তটস্থ হয়ে সীমান্ত কাঁটাতারে ঘেরা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (MEA)। আর তাতেই বাধা বাংলাদেশ বিজিবির (BGB)। আশ্চর্যজনকভাবে তখনও চুপ নরেন্দ্র মোদির সরকার। শেষে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ সরকার তলব করার পরে হুঁশ ফিরল ভারতের। চরম অপমান সহ্য করে তলব পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে।

রবিবারই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রকের সমনে দেখা করতে যান ভারতের হাই কমিশনার (High Commissioner) প্রণয় ভার্মা। সেখানে সীমান্তে অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ, চোরাচালান ও মানব পাচার নিয়ে ভারতের মতামত তুলে ধরা হয়। কিন্তু কার্যত সেখানেও কাঁটাতার বসানো নিয়ে জোরালো সওয়াল যে হয়নি ভারতের পক্ষ থেকে তা প্রণয় ভার্মার বক্তব্যতেই ছিল স্পষ্ট।

বাংলাদেশের কাছে মুখ পোড়ার পরে অবশেষে হুঁশ ফিরেছে অমিত শাহ, এস জয়শঙ্করের। সোমবার বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে তলব করা হল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (Dy High Commissioner) নুরুল ইসলামকে। যদিও বাংলাদেশের আমলা বেরিয়ে এসে কিছু জানাননি। তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এছাড়াও সীমান্তে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কালে বিএসএফের সঙ্গে যে অশান্তি শুরু করেছে বিজিবি (BGB), তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে ডেপুটি হাই কমিশনার মারফৎ।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version