Saturday, November 8, 2025

রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা, জোড়া গোল রাফিনহার

Date:

স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। রবিবার রাতে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এলক্লাসিকোতে রিয়ালকে ২-৫ গোলে হারায় বার্সা। ম্যাচে জোড়া গোল রাফিনহা। একটি করে গোল ইয়ামাল, লেওয়ানডস্কি এবং বালদের। রিয়ালের হয়ে গোল দুটি কিলিয়ান এমবাপে এবং রদ্রিগোর।

ম্যাচের শুরু সঙ্গে শেষের কোন মিল নেই। ম্যাচের শুরুটা যেমনভাবে শেষটা লেখা হল একেবারেই অন্যভাবে। ম্যাচের ৫ মিনিটে ১-০ গোল এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরই রিয়ালকে চেপে ধরে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। যার ফলে ২২ মিনিটে সমতা ফেরায় বার্সা। বার্সেলোনার হয়ে ১-১ করেবন লামিন ইয়ামালরা। মাদ্রিদের তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল জালে জড়ান স্পেনের তরুণ ফুটবলার। এরপর ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এর ঠিক তিন মিনিটের মাথায় বার্সার হয়ে ৩-১ করেন রাফিনহা। কুন্ডের ক্রস থেকে হেডে গোল করেন রাফিনহা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে চতুর্থ গোলটি করেন বালদে। ম্যাচের প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও রিয়ালকে চেপে ধরে বার্সা। যার ফলে ম্যাচের ৪৮ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় বার্সা। বার্সার হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তবে এরই মধ্যে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি। ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে অন্যায্যভাবে ভিনিসিয়াসকে বাধা দিয়ে মাঠের বাইরে যান পোলিশ গোলকিপার। সেই ফ্রি কিক থেকে ব্যবধান কমান রদ্রিগো।

আরও পড়ুন- পাঞ্জাবের নেতা শ্রেয়স, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version