Wednesday, August 20, 2025

পাঞ্জাবের নেতা শ্রেয়স, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক

Date:

জল্পনার অবসান। পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র। এমনটাই জানিয়ে দিল পাঞ্জাব কর্তৃপক্ষ। অধিনায়কের নাম প্রীতি জিন্টার দল ঘোষণা করে সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে । গতবছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। তবে এবারের মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় প্রীতির পাঞ্জাব। পাঞ্জাবের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়স।

শ্রেয়স বলেন, “ দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।” শ্রেয়সকে নেতা হিসাবে পেয়ে উচ্ছ্বসিত কোচ পন্টিং। তিনি বলেন, “ শ্রেয়সের খেলা সম্পর্কে জ্ঞান খুব ভাল। অধিনায়ক হিসাবে ও নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে। আগেও আইপিএলে আমি শ্রেয়সের সঙ্গে কাজ করেছিলাম। উপভোগ করেছিলাম সেই সময়টা। আশা করছি এবারেও ভাল কাজ হবে। এবারের আইপিএল নিয়ে খুবই আশাবাদী। শ্রেয়সের নেতৃত্ব এবং দলে যে ধরনের প্রতিভা রয়েছে, তাতে ভাল কিছুই হবে।“

গতবছর আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক ছিলেন শ্রেয়স। ২০২২ সালে তাঁকে অধিনায়ক করেছিল কেকেআর। তবে মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় তারা। নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনে নেয় পাঞ্জাব। নিলামে রেকর্ড অর্থের তালিকায় দ্বিতীয় স্থানে শ্রেয়স । শীর্ষে ঋষভ পন্থ। পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন- ডার্বিতে ফের হেরে রেফারিকে দুষছে, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান সচিবের

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version