Thursday, November 6, 2025

ভারত ভাবছে পরিস্থিতির উন্নতি হচ্ছে, সীমান্তে সেনা মহড়া চালাচ্ছে চিন!

Date:

লাদাখের বিতর্কিত সীমানায় ক্রমশ উন্নতি হচ্ছে দুদেশের সম্পর্কের, প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। অথচ সেই সময়ই লাদাখের সীমান্তে (Ladakh border) মহড়া (drill) চালাচ্ছে চিনের সেনা (Chinese troop)। সম্প্রতি ভারত অধিকৃত লাদাখের দুটি এলাকা চিন দখল করে নিয়ে নিজেদের বলে ঘোষণা করেছে। ভারতের পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতের এলাকা নিজেদের নামে চালানোর চিনের অভিপ্রায়ের কড়া নিন্দা করে। এবার লাদাখের কাছে চিনের সেনা মহড়ার খবরও নেই ভারতের বিদেশমন্ত্রকের কাছে। রাজনীতিকদের দাবি, দুই এলাকা হাতছাড়া হওয়ার পরেও জানতে পারেনি ভারত। এবারেও চিনা সেনা ঢুকে পড়ার পরে হুঁশ ফিরবে ভারতের।

সম্প্রতি লাদাখের উত্তরের দুটি এলাকা চিনের হোটান (Hotan) প্রদেশের অন্তর্গত বলে দাবি জানায় চিন। সেই সমস্যার এখনও কোনও সমাধান হয়নি। আদৌ সেই দুই এলাকা চিন দখল করেছে কিনা সেই প্রশ্নের উত্তর নেই স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের কাছে। সেনাপ্রধান (Chief of Army Staff) উপেন্দ্র দ্বিবেদী দাবি করছেন লাদাখের দক্ষিণের ডেমচক (Demchok) ও ডেসপাং (Depsang) এলাকায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সীমান্ত দিয়ে নিজেদের এলাকায় নজরদারি শুরু করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। লাদাখি মেষপালকদের যাতায়াতের তথ্য তুলে ধরে এই আশ্বাস দেওয়া হয়।

তবে হোটান (Hotan) নিয়ে যেমন কোনও উত্তর নেই ভারতের কাছে, তেমনই লাদাখের উচ্চ মালভূমি (high plateau) এলাকায় চিনা সেনা যে মহড়া (drill) চালাচ্ছে, তা নিয়েও কোনও উত্তর নেই ভারতের কাছে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায়, অত্যাধুনিক যুদ্ধপ্রক্রিয়ার মহড়া চালানো হচ্ছে। সেই সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র, সেনা যানবাহন ও ড্রোন হামলারও প্রস্তুতি সারা হয়ে গিয়েছে লাল সেনার।

Related articles

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...
Exit mobile version