Friday, December 5, 2025

সাদা বরফের চাদরে ঢাকল দার্জিলিং! আনন্দে আত্মহারা পর্যটকরা

Date:

Share post:

প্রতীক্ষার অবসান, সাদা বরফের চাদরে ঢাকল দার্জিলিং, আনন্দে আত্মহারা পর্যটকরা। ২০২২ এ শেষ তুষারপাত হয়েছিল শৈল শহরে ।অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তুষারপাত লক্ষ করা গেল শৈলশহর দার্জিলিংয়ে।

সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।

এদিকে মরশুমে প্রথম দার্জিলিঙে তুষারপাত স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। শীতের মৌসুমে সিকিম ও রাজ্যের সান্দাকফুতে বেশ কিছুদিন ধরে তুষারপাত হচ্ছে কিন্তু তাতেও যেন মন ভরছিল না পর্যটকদের। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার উত্তরের তবে শহর শিলিগুড়িতে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়তেই আকাশের চেহারা বদলেছে কালো মেঘে ঠিক তখনই খবর এলো দার্জিলিংয়ে তুষারপাত।। খবর পেয়ে দার্জিলিং এর রাস্তায় উত্তরের একাংশ। শেষ ২০২২ এ দার্জিলিঙে বরফ দেখেছিল বঙ্গবাসী ২০২৫ এর বছরের শুরুতে নতুন উপহার পেয়ে বেজায় খুশি বঙ্গবাসী।

প্রসঙ্গত সান্দাকফুর উচ্চতা এবং দুর্গম তার কারণেই সবাই সপরিবারে যেতে পারেন না সান্দাকফুতে, সেই তুলনায় অনেকটাই নিচে দার্জিলিং শহর আর সেখানে সাধারণত তুষারপাত হওয়ার খবর মেলেনা বললেই চলে তবে দার্জিলিং শহরে তুষারপাত হওয়ায় বরফ পড়া উপভোগ করলেন সাধারণ মানুষ। তবে ব্যাপক তুষারপাত না হলেও যেটুকু বরফ পড়েছে তা পর্যটকদের কাছে উপরি পাওনা বলেই জানা যাচ্ছে। দীর্ঘ তিন বছর পর দার্জিলিং এর ফের বরফ আর তা দেখতেই ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে রওনা দিয়েছেন অনেকেই। অন্যদিকে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছিল এটাই শেষ নয় বরং শুরু, এই মৌসুমের প্রথম তুষারপাত। একাধিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে বার দার্জিলিংয়ে। টানা তিন বছর পর দার্জিলিঙে এই প্রথম তুষারপাত স্বাভাবিকভাবেই দীর্ঘ বছর পর স্বমহিমায় শৈল রানী।

আরও পড়ুন- রিপোর্ট পেয়েই পদক্ষেপ: মেদিনীপুরে প্রসূতি-মৃত্যুতে CID-কে তদন্তভার রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...