Tuesday, November 11, 2025

অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

Date:

১৭ জানুয়ারি উদ্বোধন হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত রিসার্চ সেন্টারের (Research Center)। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। নিউটাউনে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর সেখানেই দেখা গেল ঝাঁটা দিয়ে মুখ পরিষ্কার হচ্ছে জ্যোতি বাবুর প্রতিকৃতির। রাজনৈতিক মহলের প্রশ্ন, আর একটু যত্ন বা সৌজন্য কি প্রদর্শন করা যেত না প্রয়াত বাম জননেতার প্রতি!

১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সকাল ১০টায় জ্যোতি বসু (Jyoti Basu) সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন CPIM পলিট ব্যুরো সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat)। স্মারক বক্তৃতা দেবেন প্রকাশ কারাট-সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে।

২০২২-র ৮ জুলাই জ্যোতি বসুর ১০৯তম জন্মবার্ষিকীতে এই রিসার্চ সেন্টারের কাজ শুরু হয়। কর্মীদের দানের টাকায় এই সেন্টারটি গড়ে উঠেছে বলে দাবি সিপিএমের। ১৭ জানুয়ারি, জ্যোতি বসুর মৃত্যুদিনেই এটির উদ্বোধন। সেই সঙ্গেই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হতে পারে। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। কাজ ঘুরে দেখেন বিমান বসু, রবীন দেব-সহ সিপিএম নেতৃত্ব।

আর এর ফাঁকেই একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া। ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তাতে দেখা যাচ্ছে, ঝাঁটা দিয়ে জ্যোতি বসুর ছবি পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের জন্য কাপড়, ডাস্টার-সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। সেখানে কেন প্রয়াত মুখ্যমন্ত্রীর মুখে ঝাড়ু মারা হচ্ছে! এটা কী তাঁর স্মৃতির প্রতি অসম্মান নয়? প্রশ্ন তুলল রাজনৈতিক মহল।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version