Thursday, August 28, 2025

মেদিনীপুর-কাণ্ড: নজর ঘোরানোর খেলা বরদাস্ত নয়, সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি কুণালের

Date:

Share post:

মেদিনীপুরে প্রসূতির মৃত্যুতে স্যালাইনকে ইস্যু করা নিয়ে সোমবারই প্রশ্ন তোলে তৃণমূল। জানতে চায় এর নেপথ্যে কী? মঙ্গলবার, এই ঘটনায় তদন্তদলের রিপোর্টের (Report) পরে তীব্র আক্রমণ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্যোশাল মিডিয়ায় লেখেন, “নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। বাস্তবটা জানুন।“

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল (Kunal Ghosh) প্রশ্ন তোলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন বিতর্ক কী কিছু ঢাকা দিতে! নেপথ্যে কী? তাঁর কথায়, এই কাণ্ডের আড়ালে কী আছে সেটা খুঁজে দেখতে হবে। দায়িত্বপ্রাপ্তরা নিজেরা ডিউটিতে ছিলেন কি না, এখন নজর ঘোরাতে অন্য ইস্যু আনা হচ্ছে কি না। এদিন রিপোর্ট প্রকাশের পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন,
“মেদিনীপুর প্রসূতির মৃত্যু।
বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। বাস্তবটা জানুন।
সূত্রের খবর:
1) যে তিনজন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল, তাঁরা ছিলেন না। এঁদের মধ্যে একজন বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে ওটি করে বেড়ান।
2) অ্যানাসথেসিয়া বিশেষজ্ঞও ছিলেন না। একজন ফার্স্ট ইয়ার পিজিটি কাজটা করে।
3) দুজন থার্ড ইয়ার পিজিটি ওটি করে। সাহায্য করে ইন্টার্ন।
4) কাঁচা হাতে অ্যানাসথেসিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু। পরে সামলাতে গিয়ে জটিলতা বাড়ে। বেগতিক দেখে এর সিনিয়রকে খবর পাঠানো হয়। ততক্ষণে সব জটিল।
5) ধামাচাপা দেওয়ার তাড়াহুড়োয় একই সময়ে একই ডাক্তার পাশাপাশি দুই টেবিলে দুটো ওটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে।
6) প্রসূতি এরপর যখন অসুস্থ হন, এঁরা তাঁর টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি।
এরপর গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকারবিরোধী প্রচার করানো হচ্ছে। স্যালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক সেটাও। কিন্তু তা দিয়ে যেন আসল কান্ড আড়াল না করা হয়।
আশা করি তদন্ত রিপোর্টে ডাক্তারদের কয়েকজনের এই ভয়ানক কীর্তি উঠে আসবে এবং সংশ্লিষ্ট সকলের যথাযথ শাস্তি হবে।“

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল অভিযোগ করেন, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে সিনিয়র ডাক্তারদের ওটি কেলেঙ্কারি হয়েছে। তিনি বলেন, ওই সময় যে সিনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন, তাঁরা আর জি কর-আন্দোলনে “দাবিএক, দফা এক” বলে লাফিয়ে ছিলেন। আর এখন তাঁরাই কর্তব্যে গাফিলতি করেছেন। যাঁরা দায়িত্বে ছিলেন, সেই সিনিয়র ডাক্তাররা ওই জেলায় অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন। ঘটনার দিন নিজে ওটি না করে PGT আর জুনিয়রদের ঠেলে দিয়েছেন। সেই গাফিলতির জন্যেই এক প্রসূতির মৃত্যু ও তিন প্রসূতি চূড়ান্ত কষ্ট সহ্য করছেন।

একই সময়ে একজন ডাক্তার দুটি OT করেছেন- রিপোর্টে সেটাই দেখা যাচ্ছে। কুণালের অভিযোগ, গাফিলতি ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে ওই তথ্য লেখা হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে গাফিলতি ও রোগী মৃত্যুর দায়ে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...