Tuesday, December 23, 2025

মেদিনীপুর-কাণ্ড: নজর ঘোরানোর খেলা বরদাস্ত নয়, সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি কুণালের

Date:

Share post:

মেদিনীপুরে প্রসূতির মৃত্যুতে স্যালাইনকে ইস্যু করা নিয়ে সোমবারই প্রশ্ন তোলে তৃণমূল। জানতে চায় এর নেপথ্যে কী? মঙ্গলবার, এই ঘটনায় তদন্তদলের রিপোর্টের (Report) পরে তীব্র আক্রমণ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্যোশাল মিডিয়ায় লেখেন, “নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। বাস্তবটা জানুন।“

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল (Kunal Ghosh) প্রশ্ন তোলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন বিতর্ক কী কিছু ঢাকা দিতে! নেপথ্যে কী? তাঁর কথায়, এই কাণ্ডের আড়ালে কী আছে সেটা খুঁজে দেখতে হবে। দায়িত্বপ্রাপ্তরা নিজেরা ডিউটিতে ছিলেন কি না, এখন নজর ঘোরাতে অন্য ইস্যু আনা হচ্ছে কি না। এদিন রিপোর্ট প্রকাশের পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন,
“মেদিনীপুর প্রসূতির মৃত্যু।
বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। বাস্তবটা জানুন।
সূত্রের খবর:
1) যে তিনজন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল, তাঁরা ছিলেন না। এঁদের মধ্যে একজন বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে ওটি করে বেড়ান।
2) অ্যানাসথেসিয়া বিশেষজ্ঞও ছিলেন না। একজন ফার্স্ট ইয়ার পিজিটি কাজটা করে।
3) দুজন থার্ড ইয়ার পিজিটি ওটি করে। সাহায্য করে ইন্টার্ন।
4) কাঁচা হাতে অ্যানাসথেসিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু। পরে সামলাতে গিয়ে জটিলতা বাড়ে। বেগতিক দেখে এর সিনিয়রকে খবর পাঠানো হয়। ততক্ষণে সব জটিল।
5) ধামাচাপা দেওয়ার তাড়াহুড়োয় একই সময়ে একই ডাক্তার পাশাপাশি দুই টেবিলে দুটো ওটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে।
6) প্রসূতি এরপর যখন অসুস্থ হন, এঁরা তাঁর টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি।
এরপর গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকারবিরোধী প্রচার করানো হচ্ছে। স্যালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক সেটাও। কিন্তু তা দিয়ে যেন আসল কান্ড আড়াল না করা হয়।
আশা করি তদন্ত রিপোর্টে ডাক্তারদের কয়েকজনের এই ভয়ানক কীর্তি উঠে আসবে এবং সংশ্লিষ্ট সকলের যথাযথ শাস্তি হবে।“

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল অভিযোগ করেন, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে সিনিয়র ডাক্তারদের ওটি কেলেঙ্কারি হয়েছে। তিনি বলেন, ওই সময় যে সিনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন, তাঁরা আর জি কর-আন্দোলনে “দাবিএক, দফা এক” বলে লাফিয়ে ছিলেন। আর এখন তাঁরাই কর্তব্যে গাফিলতি করেছেন। যাঁরা দায়িত্বে ছিলেন, সেই সিনিয়র ডাক্তাররা ওই জেলায় অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন। ঘটনার দিন নিজে ওটি না করে PGT আর জুনিয়রদের ঠেলে দিয়েছেন। সেই গাফিলতির জন্যেই এক প্রসূতির মৃত্যু ও তিন প্রসূতি চূড়ান্ত কষ্ট সহ্য করছেন।

একই সময়ে একজন ডাক্তার দুটি OT করেছেন- রিপোর্টে সেটাই দেখা যাচ্ছে। কুণালের অভিযোগ, গাফিলতি ধামাচাপা দিতে তাড়াহুড়ো করে ওই তথ্য লেখা হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে গাফিলতি ও রোগী মৃত্যুর দায়ে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

spot_img

Related articles

‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

'বয়স একটা সংখ্যা মাত্র' - কথাটা সাহিত্যে, কাব্যে বা বক্তৃতায় ভালো লাগলেও বাস্তবে ব্যাপারটা মেনে নেওয়া অতটা সহজ...

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র...

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার...

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...