Saturday, November 1, 2025

দেশের স্বাধীনতা দিবস বদলে দিলেন মোহন ভাগবত! কটাক্ষ কুণালের

Date:

Share post:

ভারত না কি ১৫ অগাস্ট ১৯৪৭ সালে যে স্বাধীনতা পেয়েছিল তা স্ব-অধীনতা ছিল না ভারতীয়দের কাছে। অযোধ্যায় রামমন্দির (Ram Temple) প্রতিষ্ঠা হওয়ার পরই ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে। এমনই বিতর্কিত বক্তব্যে ফের আলোচনার লাইম লাইটে আসার চেষ্টায় আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। পাল্টা ভারতের স্বাধীনতায় আরএসএস-এর (RSS) প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

১১ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) বার্ষিক তিথি পালন উপলক্ষ্যে ইন্দোরে রামমন্দির ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন আরএসএস প্রধান। সেখানে তিনি দাবি করেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা (Independence) পেয়েছিল। কিন্তু ভারতের মানুষ স্ব-এর অধীন হয়নি। এটা ছিল শুধুই রাজনৈতিক স্বাধীনতা। লিখিত রূপে সংবিধান তৈরি হলেও স্বাধীনতায় যে স্ব-এর আবশ্যকতা থাকে লিখিত সংবিধান (Constitution of India) থেকে আমরা পাইনি। মন থেকে সেই স্বাধীনতা পেয়েছি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) দিন।

বরাবর ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়া আরএসএস (RSS) প্রধান রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ফের একবার ধর্মীয় জিগির তোলার চেষ্টায়। তাঁর দাবি, অনেক শাসকের শোষণে পিষ্ট ভারতীয়দের বাস্তব স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল রামমন্দির প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ছিল। কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না।

স্বাভাবিকভাবেই মোহন ভাগবতের এই বক্তব্যকে হাসির ছলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট, এটাই শেষ কথা। আর স্বাধীনতার সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক ছিল না তাদের কথার কোনও গুরুত্ব নেই। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) দাবি করেন, কোনওভাবেই মোহন ভাগবতের অবস্থান সমর্থন যোগ্য নয়। অন্যদিকে রামলালাকে নিয়ে রাজনীতি করছেন মোহন ভাগবত, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...