Monday, November 24, 2025

দেশের স্বাধীনতা দিবস বদলে দিলেন মোহন ভাগবত! কটাক্ষ কুণালের

Date:

Share post:

ভারত না কি ১৫ অগাস্ট ১৯৪৭ সালে যে স্বাধীনতা পেয়েছিল তা স্ব-অধীনতা ছিল না ভারতীয়দের কাছে। অযোধ্যায় রামমন্দির (Ram Temple) প্রতিষ্ঠা হওয়ার পরই ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে। এমনই বিতর্কিত বক্তব্যে ফের আলোচনার লাইম লাইটে আসার চেষ্টায় আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। পাল্টা ভারতের স্বাধীনতায় আরএসএস-এর (RSS) প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

১১ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) বার্ষিক তিথি পালন উপলক্ষ্যে ইন্দোরে রামমন্দির ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন আরএসএস প্রধান। সেখানে তিনি দাবি করেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা (Independence) পেয়েছিল। কিন্তু ভারতের মানুষ স্ব-এর অধীন হয়নি। এটা ছিল শুধুই রাজনৈতিক স্বাধীনতা। লিখিত রূপে সংবিধান তৈরি হলেও স্বাধীনতায় যে স্ব-এর আবশ্যকতা থাকে লিখিত সংবিধান (Constitution of India) থেকে আমরা পাইনি। মন থেকে সেই স্বাধীনতা পেয়েছি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) দিন।

বরাবর ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়া আরএসএস (RSS) প্রধান রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ফের একবার ধর্মীয় জিগির তোলার চেষ্টায়। তাঁর দাবি, অনেক শাসকের শোষণে পিষ্ট ভারতীয়দের বাস্তব স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল রামমন্দির প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ছিল। কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না।

স্বাভাবিকভাবেই মোহন ভাগবতের এই বক্তব্যকে হাসির ছলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট, এটাই শেষ কথা। আর স্বাধীনতার সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক ছিল না তাদের কথার কোনও গুরুত্ব নেই। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) দাবি করেন, কোনওভাবেই মোহন ভাগবতের অবস্থান সমর্থন যোগ্য নয়। অন্যদিকে রামলালাকে নিয়ে রাজনীতি করছেন মোহন ভাগবত, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)।

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...