Tuesday, August 26, 2025

চারদিন চলবে না ট্রেন! শিয়ালদহ-ডানকুনি শাখায় চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

Date:

হাওড়ার পর এবার শিয়ালদহ ডানকুনি শাখাতেও (Sealdah Dankuni division) ট্রেন ভোগান্তির আশঙ্কা। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ হবে রেল চলাচল। সাড়ে ৯ দশক পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের সংস্কার কাজের জন্যই এমন সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আগামী ২৩ জানুয়ারি সকাল থেকে ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত শিয়ালদহ ডানকুনি রুটে কোনও ট্রেন চলবে না। চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা।

শিয়ালদহের DRM দীপক নিগম জানিয়েছেন সংস্কার কাজের জন্য, ৪০টি লোকাল ট্রেনের পাশাপাশি বারোটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হচ্ছে। রাজধানী, দুরন্ত এক্সপ্রেস-সহ ১৬ জোড়া মেল, এক্সপ্রেস নৈহাটি হয়ে ঘুরপথে যাতায়াত করবে। চার দিন ধরে রেলের কাজ চলার কারণে বাতিল থাকবে কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গীপুর এবং শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস- সহ একাধিক ট্রেন।

১৯৩১ সালে শিয়ালদহ থেকে ১৬ কিলোমিটার ও ডানকুনি থেকে ছ’কিলোমিটার পূর্বে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। ৯৪ বছরের প্রাচীন এই ব্রিজের মেরামতির জন্য সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। স্টিল গার্ডার-সহ একাধিক পরিবর্তন এনে সেটিকে ‘রিইনফোর্স কংক্রিট’ ব্রিজে রূপান্তরিত করা হবে। বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে সেতুতে ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। যার জেরে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সিনিয়র ডিওএম পঙ্কজ যাদব জানান, ব্রিটিশ আমলের স্টিল গার্ডার সরিয়ে আধুনিক প্রযুক্তির মাধ‌্যমে সেখানে কংক্রিটের উপর রেলের ট্র্যাক বসানো হবে। অতএব আগামী ২৩ জানুয়ারি থেকে চারদিন হাওড়া কর্ড ও মেন শাখার যাত্রীরা ট্রেনে সরাসরি শিয়ালদহে আসতে পারবেন না। নিত‌্যযাত্রীদের হাওড়া বা নৈহাটি হয়ে আসতে হবে।

Related articles

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...
Exit mobile version