মকর সংক্রান্তির পুণ্যস্নানে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়, সজাগ দৃষ্টি প্রশাসনের 

মঙ্গলের সকালে মকর সংক্রান্তির পুণ্যস্নানে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে (Gangasagar Mela Complex) । ভোররাত থেকেই যাতে সুশৃংখলভাবে পুণ্যার্থীরা স্নান করতে পারেন সেদিকে নজর দিয়েছে প্রশাসন। প্রত্যেকের হাতে ডিজিটাল ব্যান্ড করানো হয়েছে যাতে জরুরি পরিষেবা সংক্রান্ত তথ্য পেতে কারোর কোনও সমস্যা না হয়। ১ হাজার ১৫০টি ক্যামেরার মাধ্যমে চলছে লাগাতার নজরদারি।

মনস্কামনা পূরণে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ সাগরে ডুব দেবেন। কোথাও যাতে কারোর কোন সমস্যা না হয় সেই বিষয়ে সতর্ক রাজ্য সরকার (Government of West Bengal)। সাগরে এসেছেন পুরীর শংকরাচার্যও। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সকাল থেকে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। ড্রোনের মাধ্যমে সাগরের উপরে আকাশপথে চলছে নজরদারি। মেলা চত্বরে পর্যাপ্ত ওষুধ, জলের পাশাপাশি আগতদের বিশ্রামের ব্যবস্থাপনার দিকেও নজর দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।কপিলমুনির আশ্রম সহ মেলার এলাকাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে ভিড় চোখে পড়ার মতো। যাতায়াতের জন্য ঢালাও ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ২ হাজারের বেশি সরকারি বাস থাকছে। ইতিমধ্যেই বেশ কিছু বাস বাবুঘাট থেকে রওনা দিয়েছে। পাশাপাশি জলপথে যাতায়াতের জন্য বার্জ, ভেসেল, ১০০টির বেশি লঞ্চের ব্যবস্থা রয়েছে। অঘটন এড়াতে, প্রত্যেকটি জলযানে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট মকর সংক্রান্তি তিথি। এ বছরেও রেকর্ড ভিড়ের আশা করা হচ্ছে।