সংক্রান্তিতে বাড়লো উষ্ণতা, চলতি সপ্তাহেই পারদ পতনের পূর্বাভাস! 

পঁচিশের মকর সংক্রান্তির পুণ্যস্নানে জাঁকিয়ে শীতের কাঁপুনি উধাও। আবহাওয়ার উষ্ণতা বৃদ্ধিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে পৌঁছল ১৬ ডিগ্রির ঘরে। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে চলতি সপ্তাহেই তাপমাত্রা ফের নামতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি। দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বুধবারের পর থেকে সামান্য হলেও পারদপতন হতে পারে।

মঙ্গলবার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই হালকা রোদের দেখা মিলেছে। গঙ্গাসাগরে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর মূলত পরিষ্কার আকাশ থাকবে। রাজ্যজুড়ে মাঝারি শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা একদম নেই।কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।মহানগরীতে (Kolkata ) বাড়লো রাতের তাপমাত্রা। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।