Friday, July 4, 2025

সফরে পরিবারের সঙ্গে বেশি সময় নয় রোহিত–কোহলিদের, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করছে বিসিসিআই। দেশের বাইরে সফরে এখন আর আগের মতো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না রোহিত–কোহলিরা। খেলোয়াড়েরা নিজস্ব ব্যবস্থায় যেতে পারবেন না অনুশীলন কিংবা ম্যাচেও। ৪৫ কিংবা তার বেশি দিনের সফরে পরিবারের সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না খেলোয়াড়েরা। শর্ত আছে এই নিয়মেও। সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকা যাবে না। এর চেয়ে কম দিনের সফরে খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না।

খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তিতে এসব শর্ত আগেই ছিল। কিন্তু কোভিড মহামারির সময় শর্তগুলো শিথিল করা হয়েছিল। তখন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।অস্ট্রেলিয়া সফর শেষে মুম্বাইয়ে গত শনিবার প্রথমবারের মতো ভারতের অধিনায়ক রোহিত, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আগের নিয়ম-নীতি ফিরিয়ে আনার কথা জানানো হয় দলের নেতৃত্বকে।

এসব নিয়ম-নীতির আরেকটি শর্ত হলো, সব খেলোয়াড়কে অবশ্যই টিম বাসে ভ্রমণ করতে হবে। অনুশীলনও হবে সময় মেনে। সফরে খেলোয়াড়দের পরিবারের থাকার খরচ দেয় বিসিসিআই, কিন্তু ভ্রমণ খরচ দেয় না। পরিবর্তিত পরিস্থিতিতে অন্য সব কিছু পাল্টালেও এই নিয়মের বদল হচ্ছে না।খেলোয়াড়দের সঙ্গে পরিবারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের ক্রিকেটে সর্বশেষ আলোচনা উঠেছিল ২০১৮ সালে। তখন অধিনায়ক কোহলি নিয়ম-নীতিগুলো শিথিল করার অনুরোধ করেছিলেন।

বর্তমান কোচ গম্ভীর তখন বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। একজন খেলোয়াড়ই তা বলতে পারে কারণ তাকে টেস্ট ম্যাচ খেলতে হয়। কেউ হয়তো পুরো সফরেই পরিবারকে সঙ্গে চায়, অন্যরা হয়তো পরিবারকে কিছু সময় দিয়ে বাকি সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। সিদ্ধান্ত যেটাই হোক, সেটা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই নেওয়া উচিত।

 

 

Related articles

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...
Exit mobile version