Sunday, May 4, 2025

ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতি মান্ধানা

Date:

আয়ারল্যান্ডের মেয়েরা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছে ভারতে (Ireland Women tour of India 2024-25)। শুক্রবার রাজকোটে হয়ে গেল সিরিজের প্রথম ওডিআই। আর এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ইতিহাস লিখলেন স্মৃতি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে মাইলস্টোন তৈরি করলেন তারকা ক্রিকেটার। এদিন টস জিতে আইরিশরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তুলেছিল। আয়ারল্যান্ডের দলনেত্রী লুইস ওপেন করতে নেমে ১২৯ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। ছয়ে নেমে লি পল ৭৩ বলে ৫৯ রান করেছিলেন। এই দুই ব্যাটারের সুবাদে আয়ারল্যান্ড এই রান তুলতে সক্ষম হয়েছিল। তারা ছাড়া আটে নামা আরলেন কেলি ২০-র গণ্ডি টপকাতে পেরেছিলেন। জবাবে ভারত ৩৫ ওভারের ভিতরেই জয়ের রান তুলে নেন। স্মৃতি ওপেন করতে নেমেছিলেন  স্মৃতি ২৯ বলে ৪১ রান করেছেন। ম্যাচের সেরা প্রতীকা করেন ৯৬ বলে ৮৯ রান। তিনে নেমে হরলিন দেওল (২০), চারে নেমে জেমিমা রডরিগেজ (৯) দ্রুত ফিরে যান। পাঁচে নেমে তেজাল হাসাবনিস ৪৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।

স্মৃতি কেরিয়ারের ৯৫ নম্বর ওডিআই ম্যাচে এসেই করে ফেললেন ৪০০০ রান। ১০০-রও কম ইনিংসে এই নজির গড়লেন স্মৃতি। ভারতের দ্রুততম মহিলা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। সার্বিক ভাবে তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন স্মৃতি। বিশ্বের ১৫ নম্বর মহিলা ক্রিকেটার হিসেবে স্মৃতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান করলেন। মিতালি রাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন স্মৃতি।

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version