Wednesday, August 20, 2025

কাঁথি সমবায় ভোটে দলের প্যানেলকেই মানতে হবে, স্পষ্ট নির্দেশ তৃণমূল নেত্রীর 

Date:

কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স বাছাইয়ের ভোটে দলের তৈরি করে দেওয়া প্যানেলকেই মেনে নিতে হবে। স্পষ্ট নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি পূর্ব মেদিনীপুরের দলের বিধায়ক ও সাংগঠনিক জেলা সভাপতি ও নেতাদের ডেকে বৈঠক করেন।

বুধবার দুপুরে ভবানীপুরে দলের অফসে জেলা তৃণমূলের ৯ বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য সভাপতি। ওই বৈঠকের মাঝেই ফোনে সরাসরি দলীয় নেতৃত্বকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, দলের নীতি ও দলের ঘোষিত প্যানেল সকলকে মানতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন তবে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, এই ব্যাঙ্কের কে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তা তিনিই পরবর্তী সময়ে জানিয়ে দেবেন। চেয়ারপার্সন হিসেবে তাঁর বার্তা, নির্দেশের কোনওরকম অন্যথা হওয়া চলবে না। নয়তো দলীয় শৃঙ্খলা রক্ষা করতে যা যা করণীয় তা তিনি করতে দ্বিধা বোধ করবেন না।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বোর্ড নির্বাচন। ৯ জানুয়ারি বোর্ড বাছাইয়ের জন্য পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করেছিলেন রাজ্য সভাপতি। সেখানেই দলীয় প্যানেল জানিয়ে দেওয়া হয়েছিল।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version