সইফের উপর হামলা, শাহরুখ-সলমনেরও ঝুঁকি আছে! বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো: মন্তব্য মুখ্যমন্ত্রীর

মুম্বইতে বাড়ির ভিতরেই আক্রান্ত হয়েছেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। অস্ত্রোপচারের পরে এখন স্থিতিশীল তিনি। সইফের দ্রুত আরোগ্য কামনা করে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার পরে, সাংবাদিক বৈঠকে নাম না করে মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “সব রাজ্যেরই আলাদা আলাদা সমস্যা আছে। আমি বলব, এমন ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।” বাংলার আইন-শৃঙ্খলা সবথেকে ভাল বলে মন্তব্য করেন মমতা। আশঙ্কা প্রকাশ করেন শাহরুখ খান ও সলমন খানকে নিয়ে।

সোশ্যাল মিডিয়াতে আগেই সইফের (Saif Ali Khan) দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সইফের মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বহুদিনের। এই সময়ে তাঁদের গোটা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বই প্রশাসনকে আরও তৎপর হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে। সলমন খানেরও আছে। সইফ আলি খান তো লিস্টে ছিল না। হঠাৎ হামলা হয়ে গিয়েছে।” মমতার কথায়, “বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভালো। প্রতিটি রাজ্যেরই নিজস্ব ব্যবস্থা থাকা উচিত। এটা হতবাক করা ঘটনা। আমি সকালেই সোশাল মিডিয়ায় আমার প্রতিক্রিয়া দিয়েছি। শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অংশ। তাঁর পরিবারে এমন ঘটনা দুর্ভাগ্যজনক। এর আগেও তো শাহরুখ-সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে আমি শুনেছি। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না কোনও পরিকল্পনা করা হয়েছে কি না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

এদিন সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (X-Handle) লেখেন, “বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি বিশ্বাস করি আইন তার সঠিক গতিপথ গ্রহণ করবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা দোষী সাব্যস্ত হবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, কারিনা কাপুর এবং তাদের পুরো পরিবারের পাশে আছি।”