পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (ডব্লুবিএমডিএফসি) চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হল ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে৷ একাধিক দফতরের পাশাপাশি এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন আইএএস পিবি সেলিম৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বদলের কথা জানিয়েছে নবান্ন। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পিবি সেলিম নিজেই এই বিজ্ঞপ্তি জারি করেছেন৷
নতুন দায়িত্ব পেয়ে মোশারফ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন করতে আমি অলিতেগলিতে যেতে চাই। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নিজেও অনেক পদক্ষেপ করেছেন। তবে আরও কিছু কাজ বাকি আছে। তাই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’’
ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন এতদিন বিত্ত নিগমের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তিতে ১১ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত৷ কমিটিতে ৬ জন সরকারি পদাধিকারি রয়েছেন৷ এছাড়া আবদুল হাসেম মণ্ডল, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, বিধায়ক আবদুল খালেক মোল্লাও আছেন কমিটিতে৷
আরও পড়ুন- শ্রোতাদের শাস্ত্রীয় সঙ্গীতে ঋদ্ধ করতে বিশেষ কোর্স শুরু করতে চলেছে রাজ্য, ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের
_
_
_
_
_
_
_
_