Friday, December 19, 2025

গোয়ালপোখর-কাণ্ডের জেরে বন্দি স্থানান্তরে বিশেষ সতর্কতা রাজ্য পুলিশের, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা

Date:

Share post:

গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে বন্দিদের ফেরার হওয়ার ঘটনায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ (State Police)। আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে বন্দিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশকর্মীদের কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিজন ভ্যানে তোলার সময়ে তাদের ভালো করে পরীক্ষা করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মূল অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আব্দুস হুসেন নামে আরও একজনকে ধরিয়ে দিতে পারলেও দেওয়া হবে ২ লক্ষ টাকা। আব্দুসই সাজ্জাককে পালাতে সাহায্য করেছে বলে পুলিশের অনুমান।

অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে গুলিবিদ্ধ হন ২ পুলিশকর্মী (Police)। আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান পাঞ্জিপাড়ায় থামনোর পরেই গুলি চলে। আহতের মধ্যে একজন SI ও আরেকজন কনস্টেবল। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দিদের। শৌচকর্মের নাম করে প্রিজন ভ্যান থামনোর আর্জি করে অভিযুক্তরা। অভিযোগ গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। ২ পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি।

spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...