Saturday, May 3, 2025

গোয়ালপোখর-কাণ্ডের জেরে বন্দি স্থানান্তরে বিশেষ সতর্কতা রাজ্য পুলিশের, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা

Date:

Share post:

গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে বন্দিদের ফেরার হওয়ার ঘটনায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ (State Police)। আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে বন্দিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশকর্মীদের কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিজন ভ্যানে তোলার সময়ে তাদের ভালো করে পরীক্ষা করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মূল অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আব্দুস হুসেন নামে আরও একজনকে ধরিয়ে দিতে পারলেও দেওয়া হবে ২ লক্ষ টাকা। আব্দুসই সাজ্জাককে পালাতে সাহায্য করেছে বলে পুলিশের অনুমান।

অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে গুলিবিদ্ধ হন ২ পুলিশকর্মী (Police)। আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান পাঞ্জিপাড়ায় থামনোর পরেই গুলি চলে। আহতের মধ্যে একজন SI ও আরেকজন কনস্টেবল। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দিদের। শৌচকর্মের নাম করে প্রিজন ভ্যান থামনোর আর্জি করে অভিযুক্তরা। অভিযোগ গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। ২ পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি।

spot_img

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...