Saturday, November 8, 2025

১) জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, হারের কাটাছেড়া করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দলের ব্যাটিং কোচের ভূমিকায় একেবারেই খুশি নয় বিসিসিআই। তাই এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।

২) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। আর এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন বোর্ডকে, সেই প্রস্তাবকে নাকি সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার।

৩) মেলবোর্ন টেস্ট হারের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম কান্ড করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। আর সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। খবর অনুযায়ী, ক্রিকেটারদের বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। আর এরপর প্রশ্ন ওঠে কীভাবে ফাঁস হয় ড্রেসিংরুমের কথোপকথন। আর এই নিয়ে এবার নাকি মুখ খুলেছেন দলে হেড কোচ।

৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। আর সূত্রের খবর , এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরমধ্যে অন্যতম হল ক্রিকেটারদের ফিটনেস। জানা যাচ্ছে ফের ক্রিকেটারদের ফিটনেসে ওপর জোর দেওয়া হয়।

৫) কতটা গুরুতর যশপ্রীত বুমরাহ-এর চোট? সেই নিয়ে এবার নিজেই মুখ খুললেন ভারতিয় তারকা পেসার। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বুমরাহকে। পরে মাঠে নামলেও বল করেননি তিনি। এরপরই জল্পনা ছড়ায় অস্ত্রোপচার করাতে হবে বুমরাহকে। আর এই নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিলেন তিনি।

আরও পড়ুন-জল্পনার অবসান, বিরাট-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হলেন এই প্রাক্তন ক্রিকেটার

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version