Thursday, November 6, 2025

শিলিগুড়িতে শ্লীলতাহানির অভিযোগে দুই ছেলে সহ সিপিএম নেতা ধৃত

Date:

Share post:

প্রতিবেশী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের আঠারোখাই এলাকা থেকে শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিশ গৌর দাস সহ তার দুই ছেলে তপন ও রতনকে গ্রেফতার করে। রবিবার আদালতে রতনের জামিন মঞ্জুর হলেও বাকি দু’জনের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শিলিগুড়ি পুলিশের ডিসি (পশ্চিম) শ্যাম সিং বলেন, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবই খতিয়ে দেখা হবে।গত পঞ্চায়েত ভোটে গৌরবাবু আঠারোখাই থেকে সিপিএমের প্রার্থী হয়ে, জয়ী হন। তার ছেলে তপনের বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে প্রতিবেশী এক মহিলাকে উত্ত্যক্ত করার ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত শনিবার রাত ১১ টা নাগাদ ওই মহিলা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌরবাবু এবং তপনের বিরুদ্ধে। মহিলা জানান, তার স্বামী বাইরে থাকেন। তপন বহুদিন ধরে তাকে ফোনে, রাস্তায় কুপ্রস্তাব দিয়েছে।সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরে পঞ্চায়েত সদস্য হিসেবে গৌরবাবুর কাছে গেলে গেলে তিনি ও তপন দুজনে মিলে তাকে মারধর করে বলে অভিযোগ।

সিপিএম নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, মিথ্যা অভিযোগে তাদের নেতাদের ফাঁসানো হয়েছে। তিনি বলেন, শ্লীলতাহানির অভিযোগ দেওয়া একটা সহজ ব্যপার হয়ে গিয়েছে। আমার বিরুদ্ধেও একই অভিযোগ করেছিল কয়েকদিন আগে। ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। আমাদের প্রাক্তন পঞ্চায়েতের বাড়িতে হামলা চালানো হয়। পুলিশকে জানালেও কোনও পদক্ষেপ হয়নি।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...