Monday, November 3, 2025

কর্তব্যে গাফিলতির শাস্তিতে কর্মবিরতি! সমালোচনার মুখে তুলতে বাধ্য হলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা

Date:

চাপের মুখে কর্মবিরতি প্রত্যাহারে বাধ্য হলেন জুনিয়র চিকিৎসকেরা। সত্য ফাঁস হয়ে যাওয়ার পরে শাস্তি পেতেই ফের কর্মবিরতির নাটক শুরু হয়। কিন্তু সূত্রের খবর, বিষয়টি নিয়ে কোনও পক্ষের সমর্থন না মেলায় শেষ পর্যন্ত তুলে নেন মেদিনীপুর মেডিক্যালের (Midnapore Medical College) জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।

মেদিনীপুর মেডিক্যাল (Midnapore Medical College) কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন তদন্তে উঠে এসেছে, জুনিয়রদের ‘কাঁচা হাতে’ অপারেশনের ফলে প্রাণ হারিয়েছেন এক প্রসূতি। মৃত্যু হয়েছে এক সদ্যোজাতর। ভুগতে হয়েছে মা ও শিশুকে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সত্য সমানে আসতেই ফের কর্মবিরতির নাটক শুরু হয়। বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি ঘোষণা করেন।
আরও খবর: শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা, ভোগান্তির মুখে দক্ষিণ কলকাতার বাসিন্দারা

কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের কর্তব্যে গাফিলতি। তার জেরে মৃত্যু। আর অভিযুক্তদের শাস্তি দিলে কর্মবিরতি করে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করা? এটা কি চিকিৎসক সুলভ আচরণ? প্রশ্ন ওঠে সব মহলে। বেগতিক বুঝে সেই রাস্তা থেকে সরে আসেন মেদিনীপুর মেডিক্যালের (Midnapore Medical College) জুনিয়র চিকিৎসকরা। এদিন সেখানে যাচ্ছেন ‘জুনিয়ার ডক্টরস ফ্রন্টের’ প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আলোচনার রেই পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version