Tuesday, August 26, 2025

বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ‘ক্লিনচিট’ দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব

Date:

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ক্লিনচিট দিল মুম্বইয়ের (Mumbai) ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার ওই স্যালাইনকে ক্লিনচিট দেয়। তবে, যেহেতু জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে পাশ করতে পারেনি সংস্থা। সেই কারণে এখনই ওই স্যালাইনে (Saline) নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য সরকার।

মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন-সহ ১০টি ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য ভবন। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র-রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেন। মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবে রিঙ্গার ল্যাকটেট পরীক্ষা হয়। সেখানে ওই সংস্থার স্যালাইনকে (Saline) ক্লিনচিট দেওয়া হল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মুম্বইয়ের ল্যাবের রিপোর্ট জমা করা হয়েছে।

আরও খবর: কর্তব্যে গাফিলতির শাস্তিতে কর্মবিরতি! সমালোচনার মুখে তুলতে বাধ্য হলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা

বৃহস্পতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অনেক স্টেটে এই স্যালাইন এখনও চলছে। এরমধ্যে অন্য কোনও কাহিনী থাকতে পারে, আমি সেটার মধ্যে যাবো না। আমরা এটা পুনরায় পরীক্ষা করাবো। প্রয়োজনে অন্য কোনো সংস্থা থাকলে সেটা দেখবো। শুক্রবারের রিপোর্টে ক্লিনচিট পায় রিঙ্গার ল্যাকটেট। তবে এখনও এই স্যালাইনে নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য। কারণ, একটা সেটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি ওই সংস্থা। আরও একবার পরিদর্শন হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। রিঙ্গার ল্যাকটেট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version