Monday, August 25, 2025

একাধিক অপরাধী প্রমাণ করতে পরেনি সঞ্জয়: রায়ে সন্তুষ্ট নির্যাতিতার আইনজীবী

Date:

শনিবার আর জি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ঘটনায় সন্তুষ্ট বলে জানালেন নির্যাতিতার পক্ষের আইনজীবী। সেই সঙ্গে আদালতের সামনে বারবার ‘অনেকে জড়িত’ দাবি করা সঞ্জয় সুযোগ পেলেও বিচারকের সামনে এমন কোনও তথ্য (evidence) দিতে পারেননি যা এই ঘটনায় অন্য কেউ জড়িত বলে উঠে আসে, এমনটাও জানালেন শিয়ালদহ আদালতের (Sealdah Court) আইনজীবী অমর্ত্য দে।

শিয়ালদহ আদালতে সিবিআই-এর (CBI) আইনজীবীর পক্ষে যে তথ্য প্রমাণ পেশ হয় তার ভিত্তিতেই শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস। সিবিআইয়ের পক্ষে আইনজীবী পার্থসারথি দত্ত জানান, সব তথ্য প্রমাণ পেশ করেছি। তাতেই নিশ্চিত হয়ে সঞ্জয় রায়কে (Sanjay Ray) দোষী সাব্যস্ত (conviction) করেছে আদালত। রায় শোনার পর সঞ্জয় দাবি করে সে নির্দোষ, ঠিক যেমন এর আগেও একাধিকবার সে করেছে। সোমবার তার কথা শোনা হবে বলেও জানান বিচারক (Judge)।

তবে এরপরেই নির্যাতিতার পক্ষে আইনজীবী অমর্ত্য দে দাবি করেন, প্রথম থেকেই সঞ্জয় বলতে থাকে অনেকে জড়িয়ে। আমি সবকিছু বলব। ৩৫১ বিএনএসএস-এ (BNSS 351) যখন জবানবন্দি নেওয়া হয় তখন বিচারক (Judge) ১০৪টি প্রশ্ন তুলে ধরেন। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটা ও এতদিন ধরে বলে আসছিল। ওর বা ওর আইনজীবীর তরফ থেকে এমন কোনও তথ্য প্রমাণ আসেনি যা প্রমাণ করে আরও অনেকে জড়িত। সে বলে আমি নির্দোষ। কিন্তু সেটা সে প্রমাণ করতে পারেনি। সেই সঙ্গে আইনজীবী দাবি করেন এই ঘটনায় তাঁরা সর্বোচ্চ সাজা চাইছেন।

সেই সঙ্গে তিনি তুলে ধরেন, এর আগেও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় (Sanjay Ray) দাবি করেছে অনেকের কথা, যারা এই ঘটনা জানে। তবে কারো নাম বা সেই সম্পর্কিত কোনও তথ্য সে দিতে পারেনি। তাঁকে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও অনেকে যুক্ত থাকার বিষয়ে কিছুই বলতে পারেনি সঞ্জয়, জানান নির্যাতিতার আইনজীবী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version