Tuesday, May 13, 2025

একাধিক অপরাধী প্রমাণ করতে পরেনি সঞ্জয়: রায়ে সন্তুষ্ট নির্যাতিতার আইনজীবী

Date:

শনিবার আর জি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ঘটনায় সন্তুষ্ট বলে জানালেন নির্যাতিতার পক্ষের আইনজীবী। সেই সঙ্গে আদালতের সামনে বারবার ‘অনেকে জড়িত’ দাবি করা সঞ্জয় সুযোগ পেলেও বিচারকের সামনে এমন কোনও তথ্য (evidence) দিতে পারেননি যা এই ঘটনায় অন্য কেউ জড়িত বলে উঠে আসে, এমনটাও জানালেন শিয়ালদহ আদালতের (Sealdah Court) আইনজীবী অমর্ত্য দে।

শিয়ালদহ আদালতে সিবিআই-এর (CBI) আইনজীবীর পক্ষে যে তথ্য প্রমাণ পেশ হয় তার ভিত্তিতেই শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস। সিবিআইয়ের পক্ষে আইনজীবী পার্থসারথি দত্ত জানান, সব তথ্য প্রমাণ পেশ করেছি। তাতেই নিশ্চিত হয়ে সঞ্জয় রায়কে (Sanjay Ray) দোষী সাব্যস্ত (conviction) করেছে আদালত। রায় শোনার পর সঞ্জয় দাবি করে সে নির্দোষ, ঠিক যেমন এর আগেও একাধিকবার সে করেছে। সোমবার তার কথা শোনা হবে বলেও জানান বিচারক (Judge)।

তবে এরপরেই নির্যাতিতার পক্ষে আইনজীবী অমর্ত্য দে দাবি করেন, প্রথম থেকেই সঞ্জয় বলতে থাকে অনেকে জড়িয়ে। আমি সবকিছু বলব। ৩৫১ বিএনএসএস-এ (BNSS 351) যখন জবানবন্দি নেওয়া হয় তখন বিচারক (Judge) ১০৪টি প্রশ্ন তুলে ধরেন। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটা ও এতদিন ধরে বলে আসছিল। ওর বা ওর আইনজীবীর তরফ থেকে এমন কোনও তথ্য প্রমাণ আসেনি যা প্রমাণ করে আরও অনেকে জড়িত। সে বলে আমি নির্দোষ। কিন্তু সেটা সে প্রমাণ করতে পারেনি। সেই সঙ্গে আইনজীবী দাবি করেন এই ঘটনায় তাঁরা সর্বোচ্চ সাজা চাইছেন।

সেই সঙ্গে তিনি তুলে ধরেন, এর আগেও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় (Sanjay Ray) দাবি করেছে অনেকের কথা, যারা এই ঘটনা জানে। তবে কারো নাম বা সেই সম্পর্কিত কোনও তথ্য সে দিতে পারেনি। তাঁকে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও অনেকে যুক্ত থাকার বিষয়ে কিছুই বলতে পারেনি সঞ্জয়, জানান নির্যাতিতার আইনজীবী।

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version